নয়াদিল্লি : করোনা সংক্রমণ নিয়ে এখনও নিত্যনতুন গবেষণা চলছে। সামনে আসছে একের পর এক তথ্য। এদিকে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, করোনা রোগীর চোখের জল থেকেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজে এই মর্মে একটি গবেষণা চালানো হয়। তাতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের প্রাথমিক উৎস অবশ্যই শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট। কিন্তু, অন্যান্য রুট থেকেও সংক্রমণের ঝুঁকিও রয়েছে। যার মধ্যে মুখ বা কনজাংটিভাল নির্গমনকে বাদ দেওয়া যাবে না। 


গবেষণায় উঠে এসেছে, যিনি করোনা রোগী, তাঁর চোখের জল থেকে দিব্যি ছড়িয়ে যেতে পারে সংক্রমণ। এই বিষয়ে পরীক্ষা করার জন্য গবেষকরা এমন লোকদের থেকে নমুনা নিয়েছিলেন, যাঁরা দু'দিন আগে হাসপতালে ভর্তি হয়েছিলেন। করোনার রোগী ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের চোখের জল নমুনা হিসেবে নেওয়া হয়। আর তাঁরা আরটিপিসিআর পরীক্ষা করেন। এই পরীক্ষা চালানো হয় ১২০ জন রোগীর উপর। আর তার পর গবেষকরা দাবি করেন যে, করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে রোগীর চোখের জল থেকেও। এই বিষয়ে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, আপনার চোখে হয়ত কোনও সমস্যাই হল না। কিন্তু আপনি জানলেনও না যে, চোখের দ্বারাই আপনার শরীরে করোনা ভাইরাস ঢুকে পড়েছে। 


প্রসঙ্গত, ভারতে করোনায় দৈনিক মৃত্যু কমেছে, সামান্য কমেছে সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪২২ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৩৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ৫৭ হাজার ৪৬৭ জন।