নয়াদিল্লি: দেশের দুই রাজ্য দিল্লি ও মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এই দুই রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেল। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।


শনিবার দিল্লিতে করোনা আক্রান্ত হলেন ২০,১৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১১,৮৬৯ জন। মৃত্যু হয়েছে সাতজনের। দিল্লিতে এখন অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,১৭৮। দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ১৯.৬। দিল্লিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫,১৪৩ জনের।


মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৩১৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। মুম্বইয়ে এখন অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১,০৬,০৩৭। করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ২১.৪ শতাংশ রোগী।


স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪১,৯৮৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশে এখন অ্যাকটিভ করোনা আক্রান্ত ৪,৭২,১৬৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০,৮৯৫ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৪,১২,৭৪০ জন। দেশে সুস্থতার হার ৯৭.৩০ শতাংশ। প্রতিদিনের পজিটিভিটি রেট ৯.২৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫.৬৬ শতাংশ।


স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৬৮.৮৪ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫০.০৬ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ১০০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৫ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে।


শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৪ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। প্রসঙ্গত, শুক্রবার দেশে মোট করোনা পরীক্ষা হয়েছিল ১৫ লক্ষ ২৯ হাজার ৯৪৮ টি স্যাম্পেল।