নয়াদিল্লি : দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৬৫ জন।  
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৯৫৪।  


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭৭ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৭।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ৭২৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৬ হাজার ৫৪১।


এদিকে, করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় দেশজুড়ে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DGCI-এর কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চেয়েছে সেরাম ইনস্টিটিউট। 


ভারতে মোট ভ্যাকসিন ডোজের সংখ্যা ১২৫ কোটি ছাড়িয়েছে।







করোনার নতুন প্রজাতি ওমিক্রন পীড়িত দেশ থেকে বিভিন্ন বিমানে আসা যাত্রীদের প্রথম দিনের পরীক্ষাতেই ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ! বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জেনোমিক সিকোয়েন্সিংয় জন্য। এই পরিস্থিতির মধ্যে ওমিক্রন আক্রান্ত নয়, এমন দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্যও কড়াকড়ি করেছে কেন্দ্র। বুধবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, করোনার নতুন প্রজাতি ওমিক্রন প্রভাবিত বিভিন্ন দেশ থেকে বুধবার বিমানে যাঁরা ভারতে পৌঁছেছেন, তাঁদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ওই ৬ জনই কি করোনার ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত? কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, পরীক্ষার জন্য আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জেনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য। যে সব বিমান ওমিক্রন আক্রান্ত দেশ থেকে ভারতে আসছে, অথবা যে সব বিমান ভারতে আসার পথে ওমিক্রন পীড়িত দেশের মাটি স্পর্শ করছে, সেই সব বিমানের যাত্রীদের জন্য মঙ্গলবার রাত ১২টার পর থেকে দেশের সব আন্তর্জাতিক বিমান বন্দরে নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।