Heart Attack Signs: পরিচিত কিছু উপসর্গ, আমরা অজান্তেই অবহেলা করে ফেলি। আর সেগুলিই জানিয়ে দেয় যে আপনার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। এই লক্ষণগুলি চিনে নিন সুস্থ থাকার জন্য।
- আমাদের অনেকেরই ঘাড়ে, পিঠে মাঝে মাঝেই অসহ্য যন্ত্রণা হয়। এই ব্যথা অনেক কারণেই হতে পারে। তবে অস্বস্তি একটু বেশি হলে এবং বেশ কয়েকদিন ধরে হতে থাকলে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হতে পারে হার্টের সমস্যা থেকে এই ব্যথা হচ্ছে।
- অনেকেরই মাঝে মাঝে মাথা ঘোরানোর সমস্যা দেখা দিতে পারে। ঝিম ধরে যায়। চোখে অন্ধকার দেখতে পারেন। মনে হয় দাঁড়িয়ে থাকতে পারবেন না, পড়ে যাবেন। এইসব লক্ষণ কিন্তু আদতে জানান দেয় যে আপনার হার্টে সমস্যা দেখা দিয়েছে।
- চোয়ালে অস্বস্তিকর যন্ত্রণা হলে অবহেলা করবেন না। হতেই পারে মুখের ভিতরে কোনও ইনফেকশন থেকে বা দাঁতের সমস্যা থেকে এই ব্যথা হচ্ছে। কিন্তু চোয়ালের ব্যথা হার্টের অসুবিধা কারণেও হতে পারে। তাই অবহেলা না করাই শ্রেয়।
- নিয়মিত মাথা ব্যথা হওয়াও ভাল লক্ষণ নয়। দিনের পর দিন মাথা ব্যথায় কষ্ট পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জেনে নেওয়া প্রয়োজন যে আদৌ হৃদযন্ত্রে কোনও সমস্যা রয়েছে কিনা।
- হার্ট অ্যাটাকের সম্ভাবনা না থাকলে কিন্তু আপনার গা-গোলাতে পারে। খাবার দেখলেই বমি ভাব হতে পারে। কিছু না খেলেও গা-গোলানো, বমি ভাব অনুভূত হতে পারে।
- অনেক সময় আমরা অস্বাভাবিক হারে ঘামতে থাকি। গরমে ঘেমে যাওয়া একধরনের সমস্যা। তবে এটা তার থেকে আলাদা। সারা শরীর ঠান্ডা হয়ে যেতে পারে আপনার। এইসব উপসর্গ হার্টের সমস্যা জানান দেয়।
- ঘাড়ে, পিঠে ব্যথার পাশাপাশি বুকে চিনচিনে ব্যথা, প্রায় রোজই বদহজমের মারাত্মক সমস্যা হওয়া- এগুলিও কিন্তু হৃদযন্ত্রের সমস্যার কথা জানায়। অবহেলা করলে বিপদে পড়বেন।
- হার্টের সমস্যা হলে অবধারিত ভাবে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেবে। শ্বাস নিতে সমস্যা হতে পারে। অল্প পরিশ্রম করেই ক্লান্ত হয়ে যেতে পারেন আপনি। তাই শ্বাসের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে দেতে হবে।
- অনেকের ক্ষেত্রেই দেখা যায়, হাত-পা অস্বাভাবিক ভাবে ফুলে গিয়েছে, তাও আবার আচমকাই। এই লক্ষণও কিন্তু হার্টের সমস্যার কথাই জানায়। তাই সাবধানে, সতর্ক থাকুন।
উপরের লক্ষণগুলি সবই হার্টের সমস্যার কথা জানায়। তাই এগুলি আপনার শরীরে দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।