কলকাতা: আর মাত্র কয়েকদিন পরই হোলি বা দোল উৎসব (Holi 2022)। ছোট থেকে বড় প্রত্যেকেই এই দিনটায় উৎসবে মেতে ওঠেন। রং খেলার সময় দোকান থেকে কেনা রঙে থাকা ক্ষতিকর কেমিকেলের কথা মনে রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দোকান থেকে কেনার পরিবর্তে বাড়িতেই সহজ উপায়ে প্রাকৃতিক পদ্ধতিতে রং তৈরি করে নিতে পারেন। তাতে ত্বক, চুল এবং স্বাস্থ্যের ক্ষতি কম হবে. 


রং খেলার মুখ থেকে কিংবা শরীর থেকে রং তুলে ফেলা একটা ঝক্কির ব্যাপার। এমনও হয়, তিন থেকে চারদিন পর্যন্ত সম্পূর্ণভাবে রং ওঠে না। পরবর্তীতে জল লাগতে লাগতে উঠতে থাকে রং। কিন্তু কয়েকটা পদ্ধতি মেনে চললেই মুখ থেকে দ্রুত রং তুলে ফেলা যায়। জেনে নেওয়া যাক সেগুলি-


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রং খেলার পর মুখ থেকে রং তোলার সময় অনেকেই ফেস ওয়াস ব্যবহার করে থাকেন। তাঁরা পরামর্শ দিচ্ছেন যে, ফেস ওয়াস ব্যবহার করার আগে মুখে নারকেল তেল ব্যবহার করুন। তেল রং গলিয়ে দিতে সাহায্য করে। এরপর ভালো কোনও ফেস ওয়াস ব্যবহার করে রং তুলে ফেলুন।


আরও পড়ুন - Boiled Water: জল ফুটিয়ে খাচ্ছেন? জানেন কী হতে পারে?


২. মুখ থেকে তাড়াতাড়ি রং তুলতে ময়দা এবং ক্যারিয়র অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। সেই পেস্ট মুখে লাগিয়ে রাখুন কয়েক মিনিটের জন্য। মিনিট পাঁচেক পর হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ ধোওয়ার পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করবেন।


৩. প্রথমে মুখ থেকে জলের সাহায্য রং তুলে নিন। এবার মুলতানি মাটির পেস্ট তৈরি করে তা মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।


৪. রঙের ক্ষতিকর কেমিকেলের জন্য অনেক সময়ই মুখে চুলকানি না নানা সমস্যা দেখা দেয়। এগুলো প্রতিরোধ করতে গোলাপ দল এবং গ্লিসারিনের পেস্ট ব্যবহার করুন মুখের ত্বকে। মিনিট খানেক পর ধুয়ে নিন।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।