নয়াদিল্লি: নামটা শুনেই মনে মনে একটা 'কী!!!' বলে নিজেকেই প্রশ্ন করে বসলেন নিশ্চয়ই? তেমনটাই তো হওয়ার। গত দুটো বছর ধরে সারা বিশ্বে কোভিড১৯ (covid19) বা করোনাভাইরাস (Coronavirus) যে তাণ্ডবটা চালাচ্ছে, তাতে কোভিড নামটা যেন আতঙ্কের হয়ে গিয়েছে। কিন্তু কোনও মানুষের নাম যদি কোভিড হয়, তাহলে? সেই ব্যক্তির জীবনে কতটা পরিবর্তন আসে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই কোভিড কপূরের নাম। কে এই কোভিড কপূর (Kovid Kapoor)?
কোভিড কপূর আপনার মতোই একজন মানুষ। 'হলিডিফাই' নামে একটি কোম্পানির মালিক তিনি। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে তিনি তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন যে, এই করোনা পরিস্থিতিতে যখনই মানুষ তাঁর নাম শুনেছেন, তখনই কী প্রতিক্রিয়া তিনি পেয়েছেন। তাই নিজের টুইটার হ্যান্ডলের বায়োগ্রাফিতে একেবারে শাহরুখ খানের 'মাই নেম ইজ খান' ছবির ট্যাগ লাইনের কায়দায় লিখেই ফেলেছেন, 'মাই নেম ইজ কোভিড, আই অ্যাম নট আ ভাইরাস।'
আরও পড়ুন - Common Hair Care mistakes: চুলের যত্ন করতে গিয়ে যে ভুলগুলো আমরা রোজ করি
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কোভিড কপূর জানাচ্ছেন, প্রথমবার যখন কোভিডের সংক্রমণ কিছুটা কমে, তারপর তিনি বেশ কিছু বিদেশ সফরে যান. কখনও পরিবারসহ কখনও বন্ধুদের সঙ্গে। কোভিড নামটা সারা বিশ্বের মানুষের মনে এতটাই প্রভাব ফেলেছে এবং আতঙ্ক তৈরি করেছে যে, তাঁকে তাঁর নামের জন্য বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বহু মানুষ তাঁকে জিজ্ঞাসা করেছেন যে, 'কোভিড' নামের মানে কী? উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছেন কোভিড কপূর। যদিও তাঁর নামের আদ্যক্ষর সি দিয়ে শুরু হয় না। শুরু হয় কে দিয়ে। বাকিটা এক।
ব্যবসায়ী কোভিড কপূর সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁর নামের মানে 'স্কলার বা পণ্ডিত বা শিক্ষিত'। তাঁর এই নাম হনুমান চাল্লিশা থেকে এসেছে বলেও জানালেন তিনি। নেট মাধ্যমে তিনি আরও একটি ছবি পোস্ট করে নিজের নামের সঙ্গে মজা করেছেন কোভিড কপূর। তাঁকে দেখা যাচ্ছে 'করোনা' নামের ব্র্যান্ডের বিয়ার হাতে বসে থাকতে। সঙ্গে লিখেছেন, 'কোভিড + করোনা'।