কলকাতা: নববর্ষ আসতে বাকি আর মাত্র কটা দিন। তাই এই বিশেষদিনে নিজেকে সাজাতে ভুলবেন না। কীভাবে সাজবেন? সেই পরামর্শই দিচ্ছেন জিজাইনাররা।
বাইরে তীব্র গরম। তাই নববর্ষের ফ্যাশনে এমন পোশাক রাখুন যা গরমে আপনাকে আরাম দেবে। তাই এমন ফ্যাব্রিক বাছুন, যা পরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এমন ফ্যাব্রিক বেছে নেবেন না যা গরমে অস্বস্থির উদ্রেগ করবে। তা যে কোনও পোশাকই বাছুন না কেন, অবশ্য়ই তীব্র গরমের কথা মাথায় রাখবেন। এর পাশাপাশি মাথায় রাখতেই হবে রঙের কথা। সকালের তীব্র গরমে অবশ্য়ই হালকা রঙের পোশাক পরুন। তবে সন্ধেবেলা পোশাকে গাঢ় রঙ ব্য়বহার করতে পারেন। এই সময়ে খাদি ও সুতোর পোশাকই ব্যবহার করা শ্রেয়। ফ্যাশনে নতুনত্ব আনতে ব্য়বহার করতে পারেন প্রিন্টেড পোশাক। অন্য়দিকে,সাজে অভিনবত্ব আনতে ব্য়বহার করতে পারেন মানানসই অ্যাকসেসারিজ।
আরও পড়ুন...
Poila Baisakh Fashion Exclusive: নববর্ষের সাজে আপনিও হয়ে উঠুন নজরকাড়া, কীভাবে? জানাচ্ছেন ডিজাইনাররা
কেমন হবে নববর্ষের সাজ? জানাচ্ছেন ডিজাইনার অভিষেক নাইয়া
তীব্র গরমে অবশ্য়ই আরামদায়ক ফ্যাব্রিক বেছে নিন। যা আপনাকে সম্পূর্ণভাবে স্বাচ্ছন্দ্য় দেবে। সুতি বা খাদির পোশাক ব্য়বহার করতে পারেন। তবে ডিজাইনার অভিষেক নাইয়া বিশেষভাবে উল্লেখ করলেন পোশাকের রঙের কথা। যে কোনও হালকা রঙের পোশাক নববর্ষের ছিল আপনি বেছে নিতে পারেন। পাশাপাশি পোশাক বাছার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ক্য়ারি করার কথা। এমন স্টাইলই বাছুন যা আপনি সহজে ক্যারি করতে পারবেন। তবে এবছর নিজেকে সবার থেকে আলাদা করতে বেছে নিন সলিড রঙের পোশাক।
সাজ সম্পূর্ণ করতে ভরসা রাখুন মাননসই অ্য়কসেসারিজে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য় রেখে বেছে নিন অ্য়কসেসারিজে। ব্য়াগ হোক বা জুতো। চুলের ক্লিপ হোক বা হাতের চুড়ি সবেতেই রাখুন বাঙালিয়ানার ছোঁয়া।
নববর্ষে কেমন হবে পুরুষদের সাজ?
পুরুষদের সাজে অবশ্য়ই ক্য়াজুয়াল পোশাক প্রাধান্য় পায়। তবে ক্য়াজুয়াল পোশাকেও মাথায় রাখতে হবে আরামদায়ক ফ্যাব্রিকের কথা। খুব ফিট জামাকাপড় না পরে একটু ঢিলেঢালা পোশাকই এই গরমের জন্য় ভাল। নববর্ষের দিন বেছে নিতে পারেন পছন্দসই কুর্তা। যে কোনও বয়েসের পুরুষদের জন্য কুর্তা হয়ে উঠতে পারে আদর্শ পছন্দ। এবছরের ফ্য়াশনে থাকছে জামদানী শার্টও। তবে পোশাকের রঙ নির্বাচন করুন আপনার পছন্দ অনুযায়ী।