কলকাতা: দীপাবলি (Diwali 2021) আসলে আমরা হয়তো আলোর রোশনাই, উৎসবের মেজাজে আনন্দে মেতে উঠি। কিন্তু খুবই সমস্যায় পড়ে বাড়ির পোষ্য সদস্যগুলি। শুধু বাড়ির নয়, রাস্তায় থাকা অবলা জীবগুলি এই সময়টায় খুবই সমস্যায় থাকে। বাজির দৌরাত্ম্যে তাদের প্রাণটা ওষ্ঠাগত হয়ে ওঠে। বাজির আওয়াজে ভয় পেয়ে এদিক ওদিক দৌড়নোর সঙ্গে তাদের খাওয়া-দাওয়ারও সমস্যা দেখা দেয় এই সময়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কীভাবে দীপাবলির সময়ে পোষ্য সদস্যটিকে উদ্বেগমুক্ত রাখবেন।
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভোরবেলা বাজির আওয়াজ হয় না যেহেতু, তাই সকাল সকাল পোষ্য সদস্যটিকে বাইরে বেড়াতে নিয়ে যান। মর্নিং ওয়াকের অভ্যাস করালে পোষ্যদের ঘুম ভালো হয় এবং ওদের মধ্যে উদ্বেগের সমস্যাও কমে।
২. আমরা কী অনুভব করছি, তা অনুভব করতে পারে পোষ্যরা। বিশেষজ্ঞদের মতে, আমাদের মস্তিষ্ক পড়তে পারে পোষ্যরা। তাই ওদের উদ্বেগমুক্ত রাখার জন্য আগে নিজেও উদ্বেগমুক্ত থাকুন। চারিদিকে বাজির আওয়াজে যদি বাড়ির পোষ্য সদস্যটি ভয় পেয়ে দৌড়োদৌড়ি করে, তাহলে প্রথমে ওদের খেলার মধ্যে দিয়ে শান্ত করার চেষ্টা করা দরকার।
৩. দীপাবলিতে বাজির আওয়াজে পোষ্যদের ভয় কাটানোর জন্য আগে থেকেই ওদের অভ্যাস করাতে থাকুন। প্রয়োজনে বাড়িতে বাজি না ফাটিয়ে বাজির আওয়াজ ওদের শোনান। তবে অবশ্যই তা অল্প স্বরে। যাতে সেই সমস্ত আওয়াজের সঙ্গে ওরা অভ্যস্ত হতে পারে। এতে দীপাবলির দিন ওদের উদ্বেগের সমস্যা অনেক কম হবে।
৪. বাইরে যদি খুব বাজির আওয়াজ হয়, তাহলে বাড়িতে গান বাজানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গানের আওয়াজে পোষ্যরা কিছু স্বস্তি পায়।
৫. পোষ্যদের জন্য উদ্বেগমুক্তির কিছু উপাদান পাওয়া যায়। পোষ্যদের ওষুধের দোকানে গিয়ে খোঁজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।