নয়াদিল্লি : দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। দৈনিক আক্রান্তের সংখ্যা আজও ১০ হাজারের নিচে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬২ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮১৩।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ১৩৪ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ৮৬ হাজার ২৫৬।
বাংলায় নামল কোভিডগ্রাফ অন্যদিকে রাজ্যেও নামল কোভিড গ্রাফ, কিন্তু কোভিডে মৃত্যু শূন্য হওয়ার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের করোনায় বলি রাজ্যে। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে আগের ২৪ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive) অনেকটাই কমেছে। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ১৭৫ জন । যেখানে আগের ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ২৭০ জন এবং গত ৭২ ঘন্টায় ৪৭৯ জন। মঙ্গলবার রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, আগের ৪৮ ঘন্টায় সারা বাংলায় হোম আইসোলেশনের সংখ্যা ছিল ৫ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা হয় ৪ হাজার ৬৪৮ জন। পাশাপাশি কমল পজিটিভিটি রেটও বাংলায়।