India Coronavirus Update : দেশে সংক্রমণ কমলেও ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেস, কাটছে না করোনা-উদ্বেগ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত
- ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৬৭৮।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪৭৪ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৫২ হাজার ৯৪৪।
- এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৪৩।
অন্যদিকে, রাজ্যেও কমেও কমছে না করোনা উদ্বেগ। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫৩ হাজার ৬২৬। মোট মৃত্যু হয়েছে জনের ২১ হাজার ২৪৬। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৭ জন। রাজ্যে পজিটিভিটি রেট ২১.২৯ শতাংশ। রবিবারের হিসেব অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬২ জন। মৃতের সংখ্যা ৪। গতকাল পজিটিভিটি রেট ছিল ১৭.৩৬ শতাংশের কাছে।
এদিকে স্বাস্থ্য দফতরের দৈনিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে হুহু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হাজার ২০ জন। অর্থাৎ প্রায় ৯ গুণ। আর জুলাইয়ের প্রথম ১০ দিনেই আক্রান্তের সংখ্যা ২২ হাজার পেরিয়ে গেছে।