নয়াদিল্লি: ফের চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা (Covid) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের সাড়ে ৪ হাজার ছুঁইছুই। তবে উদ্বেগ কমিয়ে সামান্য কমেছে দৈনিক মৃত্যু।


আক্রান্ত কত:
রবিবারের বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare, Govt of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৬২।


কমেছে মৃত্যু:
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৬৯২ জনের। 


পজিটিভিটি রেট নিয়েও উদ্বেগ:
এখন দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৭৬ হাজার ৮১৭। নতুন বুলেটিন অনুযায়ী দেশে বেড়েছে কোভিড পজিটিভিটি রেট। এখন ১.০৩ শতাংশ। রবিবারের বুলেটিন জানাচ্ছে, এখন দেশে অ্যাক্টিভ কোভিড কেস সামান্য বেড়ে ২৪ হাজার ৫২টি।   


এর সঙ্গেই চলছে টিকাকরণ। দেশে এখন পুরোদমে চলছে বুস্টার টিকাকরণ (Vaccination)। আইআইটি কানপুরের একদন গবেষকের দাবি ছিল জুনেই ভারতে হানা দেবে কোভিডের চতুর্থ ঢেউ। তার জন্য আগেভাগেই সতর্ক হচ্ছে কেন্দ্র। যত সম্ভব নাগরিকদের বুস্টারের আওতায় আনার কাজ চলছে। পাশাপাশি শিশুদেরও টিকাকরণ চলছে পুরোদমে।   


চিনেও (China) বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস (Asian Games) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কিছুদিন আগেই। চিন জানিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল। গেমস কর্তৃপক্ষের এক অফিসিয়াল ওয়েবসাইট উদ্ধৃত করে চিনের সংবাদমাধ্যম জানিয়েছিল, সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চিনের হাংঝৌং প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ১৯তম এশিয়ান গেমসের। কিন্তু, এশিয়ার অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এই টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন: জম্মুর থানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই বাজেয়াপ্ত গাড়ি