মুখে ঘা। ছোট্ট থেকে বৃদ্ধ বয়স অবধি সমস্যাটি কম বেশি সকলকেই ভোগায়। প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা, খেতে না পারা এই অসুখের বিড়ম্বনা। তবে বিষয়টি যেহেতু বিরল কিছু নয়, তাই ঘরোয়া টোটকাতেই সারিয়ে তোলার চেষ্টা করেন অনেকে। কেউ কেউ আবার ভিটামিনে অভাব ভেবে ভিটামিন ট্যাবলেট খেতে থাকেন। কিন্তু মনে রাখতে হবে, হতে পারে এই মুখের ঘা শরীরের কোনও বড় রোগের বাহ্যিক উপসর্গ মাত্র ! বিস্তারিত আলোচনা করছেন চিকিৎসক রুদ্রজিৎ পাল (  (কনসালটেন্ট ফিজিশিয়ান, এএমআরআই ঢাকুরিয়া )


 মুখের ঘা বা মাউথ আলসারের লক্ষণগুলি কী কী 
- মুখের ভেতরে, জিভে বা মাড়িতে বা অন্য কোথাও সাদা বা লাল ফোস্কার মতো বের হওয়া। 
- ক্রমাগত ব্যথা । 
- খেতে গেলে জ্বালা ।  
- মুখ ফুলে যাওয়া ।
 - পুঁজ বের হওয়া। 


এই সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই আছেন। তবে দিনের পর দিন সমস্যা না কমলে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করাতে হবে। কারণ কোনও কোনও ক্ষেত্রে এই মুখের  ঘা বা সাদা ফোস্কা ক্যান্সারের লক্ষণও হতে পারে। 


এবার দেখে নেওয়া যাক, কত ধরনের মাউথ আলসার হতে পারে। 


অ্যাপথউস আলসার ( Aphthous ulcer ) - এই সমস্যাই হয় সবথেকে বেশি। সাদা ছোট ঘা, বা লাল ফোস্কার মতো বের হয়। অসম্ভব জ্বালা করে। খেলে গেলে মুখ জ্বলে যায়। এগুলি নিজে থেকেই সারে। কিছু ওষুধে সাময়িক স্বস্তি মেলে। তবে দীর্ঘদিন পরেও না সারলে সতর্ক হতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে। 


ফাঙ্গাল ইনফেকশন ( Fungal infection ) -  দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন ? তাহলে মুখে ছত্রাক - সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন হতেই পারে। আবার যাঁরা ইনহেলার ব্যবহার করেন, তাঁদেরও মুখে ফাঙ্গাল ইনফেকশন হওয়া স্বাভাবিক। তবে ব্যবহারের পর মুখ ধুয়ে ফেললে সমস্যা হয় না। 


ভাঙা দাঁত (Broken teeth ) - যাদের দাঁত কোনও কারণে ভেঙে গিয়েছে, সেই দাঁতের ঘষা খেয়ে গাল বা জিভে ক্ষত হতে পারে। তা থেকে ঘা হতে পারে। সেক্ষেত্রে দন্তরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। 


কর্কটরোগ ( Cancer )  - মুখে ঘা অনেক ক্ষেত্রে ক্যান্সারের মতো কঠিন রোগের উপসর্গ। মুখের ক্যান্সারের প্রধান লক্ষণ হল মুখের আলসার। মুখের ঘা অনেকদিন ধরে সারছে না ?  ঘা থেকে রক্ত বের হচ্ছে ? ঘা ক্রমশ বেড়েই যাচ্ছে ? তবে সতর্ক হউন। 


তামাক (Tobacco) - ধূমপান করা, খৈনি চিবানো, গুড়াখু দিয়ে দাঁত ঘষা বা পানমশলা চিবানোর অভ্যেস মুখে ঘায়ের সাধারণ কারণ। 


অন্যান্য সংক্রমণ ( Other infections ) - শরীরে অন্য কোনও রোগের সংক্রমণ ঘটলেও এই সমস্যা হতে পারে। 


 কোন কোন ক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে - 
- আলসারটি  বড় হতে থাকলে ( Big ulcer )
- গ্ল্যান্ড ফুলে গেলে ( Gland )
- আলসার থেকে রক্তপাত হলে ( Bleeding )
- আলসার ক্রমেই ছড়িয়ে পড়লে, বা বারবার সমস্যা ফিরে আসলে। 
- Systemic lupus erythematosus (SLE) র মতো অসুখে মাউথ আলসারের আশঙ্কা বাড়ে।


 



চিকিৎসক রুদ্রজিৎ পাল