কলকাতা: আজ মহানবমী। (Maha Navami) এ বছরের মতো বাপের বাড়িতে উমার শেষ দিন। (Durga Puja 2023) নবমী রাত থেকেই যেন বিদায়ের ঘণ্টা বাজে মণ্ডপে মণ্ডপে। এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, বিদায়ও নেবেন ঘোটকেই। নবরাত্রির শেষ দিনে অর্থাৎ নবম দিনে দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয় থাকে। নবমীর সন্ধ্যা আরতির পর বিষাদের সুর বাজে সর্বত্র।
মহানবমীর দিনে প্রিয়জনকে পাঠাতে পারেন শুভেচ্ছা বার্তা-
“দেবী দুর্গার আশীর্বাদে জীবনে, চির সুখ শান্তি বজায় থাক। সফলতার সব রাস্তা প্রশস্ত হোক। ভাগ্যের সমস্ত দরজা খুলে যাক। শুভ মহা নবমী“
“মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক। মহা নবমীর শুভেচ্ছা। “
“শুভ মহা নবমীতে তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যদের জানাই, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, খুব আনন্দের সঙ্গে এই দিনটি পালন করো। শুভ মহা নবমী”।
“আপনার ও আপনার পরিবারের সকল সদস্যদের জন্য, রইল মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা, তার সঙ্গে রইল অনেক অনেক ভালোবাসা। শুভ মহা নবমী।“
“মা দুর্গার আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকুক, সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে চলুক, আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক, লক্ষ্যে পৌঁছন খুব তাড়াতাড়ি। শুভ মহা নবমী।“
”মায়ের আশীর্বাদে দূর হোক, পৃথিবী থেকে সফল দুঃখ- কষ্ট, পাপ- অন্যায়, ব্যথা- বেদনা, আর এই মহা নবমীর পুণ্য পার্বণে সকলকে জানাই, শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।”
“দেবী দুর্গার আশীর্বাদে তোমার জীবনে, চির সুখ শান্তি বজায় থাক। সফলতার সব রাস্তা প্রশস্ত হোক, ভাগ্যের সমস্ত দরজা খুলে যাক। শুভ মহা নবমী।
“আনন্দমুখর এই মহানবমীর শুভ মুহূর্তে, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রার্থনা করি দেবী দুর্গার আশীর্বাদে, সবার জীবন আনন্দ ও সুখে ভরে উঠুক। শুভ মহা নবমী”
“এই শুভ মহা নবমীর এর পবিত্র দিনে, সুখে থাকো সবাই এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে উৎসবে ও ভালবাসার সঙ্গে, আজকের এই শুভ দিনটি কাটাই। শুভ মহা নবমী”
“আপনার ও আপনার পরিবারের সকল সদস্যদের জন্য, রইল মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা, তার সঙ্গে রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ মহা নবমী। ”
“মা দুর্গার আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকুক, সুখ এবং সমৃদ্ধি ভরে থাকুক জীবনে। সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক, শুভ মহানবমী”।