Hair Care Tips For Extreme Humid Weather: বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকে। এই অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার কারণে আমাদের চুলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল চুল পড়ার সমস্যা। তাই বর্ষার মরশুমে চুলের যত্নের ব্যাপারে একটু অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। কারণ আপনার অজান্তে করা সামান্য ভুল হয়তো চুল পড়ার সমস্যা দ্রুতহারে বাড়িয়ে দিতে পারে। তাই জেনে নিন বর্ষার মরশুমে আবহাওয়ায় অতিরিক্ত আর্দ্রতা থাকার সময়, কীভাবে চুলের যত্ন নেবেন এবং কোন ভুলগুলি একেবারেই করবেন না। 


বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়লে আপনার চুল পড়ার সমস্যা বাড়তে পারে। এছাড়াও চুল জেল্লা হারিয়ে নির্জীব হয়ে যায়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের পরিমাণ বাড়ে। তার ফলে ঘামতে পারে মাথার তালু। এর থেকে চুল হয়ে যায় চিটচিটে। বর্ষার দিনে বিশেষত আর্দ্রতা যদি অতিরিক্ত থাকে তাহলে অবশ্যই সঠিক ভাবে চুলের যত্ন করা প্রয়োজন। 


বাতাসে আর্দ্রতা বেশি থাকলে চুলের যত্ন করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। তার আগে দেখে নিন কী কী ভুল একেবারেই করবেন না।



  • বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে যেহেতু মাথার তালু ঘেমে যায় তাই চুল এবং স্ক্যাল্প চিটচিটে হয়ে যেতে পারে। অতএব চুল পরিষ্কারের দিকে নজর দিন। 

  • চুল পরিষ্কার না করে কোনওভাবেই তেল লাগাবেন না। যাঁদের চুল এবং স্ক্যাল্প অয়েলি প্রকৃতির তাঁরা আর্দ্র আবহাওয়ায় চুলে তেল না দেওয়াই ভাল।

  • যাঁরা নিয়মিত বাইরে বেরোচ্ছেন তাঁরা নিয়ম করে শ্যাম্পু করে চুল এবং স্ক্যাল্প পরিষ্কার রাখুন। তবে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহারও চুলের ক্ষতি করতে পারে। 

  • শ্যাম্পুর পরে অবশ্যই ব্যবহার করুন কন্ডিশনার। নাহলে চুল রুক্ষ এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে যাবে। এছাড়াও চুলে ব্যবহার করতে পারেন হেয়ার সিরাম। 

  • চুল ভেজা অবস্থায় আঁচড়াবেন না। ভালভাবে চুল শুকিয়ে নেওয়া প্রয়োজন। চুলে জট থাকলে তা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। 

  • চুল শুকিয়ে নিয়ে তারপর বাঁধুন। অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় বারবার ভেজা চুল আঁচড়ালে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 


আরও পড়ুন- আমাদের শরীরে 'ডিটক্সিফিকেশন' কেন প্রয়োজনীয়? 'ডিটক্স'- এ সাহায্য করে কোন কোন পানীয়? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।