ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তার ধাক্কা এখনও সামলে ওঠা যায়নি। বিশেষ করে, শিশুদের হাম ও রুবেলার ভ্যাকসিনেশনেশনের প্রক্রিয়া অনেকটাই বাধা পেয়েছে।


৪ কোটি শিশু ভ্যাকসিনেশনেশন থেকে বঞ্চিত


বিশ্বস্বাস্থ্য সংস্থা সংস্থা ও মার্কিন সংস্থা Centers for Disease Control and Prevention বা CDC-র তরফে দাবি করা হয়েছে, গত এক বছরে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি শিশু ভ্যাকসিনেশনেশন থেকে বঞ্চিত হয়েছে। এই প্রেক্ষাপটেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

রোগ বৃদ্ধির আশঙ্কা বেড়েছে
হু (WHO) ও ইউনিসেফের ২০২১-এর তথ্য তুলে ধরে, সেখানে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতে হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ৮৯ শতাংশ শিশু এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৮২ শতাংশ। এর ফলে স্বাভাবিকভাবেই রোগ বৃদ্ধির আশঙ্কা বেড়ে গেছে!         

রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি হামের প্রকোপ বেড়েছে, বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরল ও মহারাষ্ট্রে। বৃহন্মুম্বই পুরসভার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত বাণিজ্যনগরে হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। 

মুম্বইয়ের ২২ জায়গায় প্রকোপ অস্বাভাবিক বেড়ে গেছে। বিশেষত পূর্ব মুম্বইয়ে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে,                                                                                                             



  • ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে হাম ও রুবেলার টিকাকরণ ১০০ শতাংশ করতে হবে।

  • জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করতে হবে রাজ্য সরকারকে।

  • বিশেষ নজর দিতে হবে ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে।

  • তার জন্য বিশেষ অভিযান চালাতে হবে।


হাম ও রুবেলার ভ্যাকসিনেশনে গতি আনতে, তৎপর হয়েছে কলকাতা পুরসভাও। সম্প্রতি প্রত্যেক কাউন্সিলরকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, আগামী ৯ জানুয়ারি থেকে এক মাস, হাম ও রুবেলার ভ্যাকসিনেশনের বিশেষ কর্মসূচি শুরু হবে। স্কুলগুলির পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাড়ায় পাড়ায় টিকাকরণ কেন্দ্র চালু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের নীচে, সব ছেলেমেয়েদের হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে। আগে ভ্যাকসিন দেওয়া থাকলেও এই কর্মসূচিতে ফের ভ্যাকসিন নিতে হবে।


হাম-রুবেলার বাড়বাড়ন্ত ঠেকাতে একযোগে মাঠে নেমেছে, কেন্দ্র থেকে রাজ্য। লক্ষ্য একটাই - রক্ষা করতে হবে ছোটদের।