নয়াদিল্লি: আমাদের আশেপাশের দোকানে বাজারে নানারকম ফল এবং সব্জি দেখতে পাই আমরা। তার কোনওটার দাম কম আবার কোনওটার বেশি। নিজেদের সাধ্যমতো আমরা সেই সমস্ত ফল এবং সব্জি কিনে থাকি। তার কোনও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আবার কোনওটা স্বাদে দুর্দান্ত। আমাদের দেশেই কতরকমের যে ফল এবং সব্জি পাওয়া যায়, তার ইয়ত্তা নেই। হয়তো অনেক ফল কিংবা সব্জির সন্ধানও সকলের কাছে থাকে না। কিন্তু এটা কি জানেন বিশ্বের সবথেকে দামী ফল কোনটি? কতই বা তার দাম? কোথায়ই বা সেটা পাওয়া যায়? বিশ্বের সবথেকে দামী ফলটির সম্পর্কে জানলে চোখ ছানাবড়া হতে বাধ্য।
বিশ্বের সবথেকে দামী ফল হিসেবে জানা যাচ্ছে ইউবারি মেলনকে (Yubari Melon)। এই ফল জাপানে পাওয়া যায়। আর এই ফলের কেজি প্রতি দাম যা, তাতে আপনি অনায়াসেই এক টুকরো জমি কিনে পছন্দের বাড়ি বানাতে কিংবা চাষবাস করতে পারবেন কিংবা খেলার মাঠও তৈরি করতে পারেন। এছাড়া এই ইউবারি মেলনের কেজি প্রতি দামে আপনি অনেক সোনা কিনে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারেন। কি এতেই চোখ কপালে উঠল বুঝি? ভাবছেন কত দাম? তাহলে জেনেই নেওযা যাক।
আরও পড়ুন - Health Tips: খাবার খাওয়ার পর হাঁটছেন? শরীরের উপকার হচ্ছে নাকি ক্ষতি করে ফেলছেন?
জাপানের ইউবারি মেলনের দাম ২০ লক্ষ টাকা প্রতি কেজি। অতি ধনী ব্যক্তিরা ছাড়া এই ফল কেনার সাধ্য কারও নেই। এছাড়া, জাপানে খুব কম পরিমাণেও এই ফলের ফলন হয়। তাই এটিকে বিশ্বের সবথেকে দামী ফল হিসেবে বিবেচনা করা হয়। জানা যাচ্ছে, ২০ লক্ষ টাকা প্রতি কেজি দাম হলেও ইউবারি মেলনের চাহিদাও রয়েছে ব্যাপক হারে। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, জাপানে এটাই একমাত্র ফল নয়, যার দাম কেজি প্রতি লক্ষ টাকার উপরে। ওদেশে এরকম বেশ কিছু ফল এবং সব্জি পাওয়া যায়, যার দাম লাখ টাকার উপরে হয়। অনেক ফল এবং সব্জিই ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকায় কেজি প্রতিতে বিক্রি হয়। বিশ্বের দরবারে এই সমস্ত ফল এবং সব্জির চাহিদাও চোখে পড়ার মতো।