সন্তানের মধ্যে কেন অটিজম বা ADHD আসে, এই বিষয়ে নির্দিষ্ট কোনও উত্তর এখনও চিকিৎসকদের কাছে নেই। নানা গবেষণায় উঠে এসেছে নানা তথ্য।   অটিজম বা ADHD আছে এমন শিশুদের জন্য নানারকম ট্রেনিংয়ের প্রচলন হয়েছে। তাদের জীবনযাত্রাকে মসৃণ করার নানা প্রচেষ্টাও হচ্ছে। কিন্তু এখনও সকলের মনে প্রশ্ন, কেন  অটিজম বা ADHD  নিয়ে শিশু জন্মায় ? নতুন একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর একটি দাবি। 

একটি রিসার্চ বলছে, গর্ভাবস্থায় জ্বর এবং ব্যথার জন্য অনেকেই প্যারাসিটামল খেয়ে থাকেন। গর্ভবতী মায়েরা সবরকম ওষুধ খেতে পারেন না। এই সময় ব্যথা-যন্ত্রণা-চোটের জন্য পেনকিলারও খেয়ে পারেন না মহিলারা। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে জ্বর-জারি, ব্যথা-যন্ত্রণায় সাধারণ প্যারাসিটামল খান অনেকেই। ইন্ডিয়া টু-তে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখে, নতুন এক গবেষণায় দাবি, গর্ভবতী মায়েরা বেশি প্যারাসিটামল খেলে নবজাতকদের মধ্যে অটিজম এবং ADHD র মতো অবস্থা তৈরি হতে পারে। ADHD র ফুল ফর্ম হল Attention deficit hyperactivity disorder। এতে বাচ্চাদের মনোযোগে ঘাটতি ও অতি সক্রিয়তার মতো সমস্যা দেখা যায়। এছাড়া হবু মায়েদের  প্যারাসিটামল খাওয়ার অভ্যেস নাকি নবজাতকের মধ্যে স্নায়বিক বিকাশজনিত সমস্যাও ডেকে আনতে পারে।  

প্যারাসিটামল একটি বহু ব্যবহৃত সাধারণ ওষুধ। বিশ্বব্যাপী অর্ধেকেরও বেশি গর্ভবতী মহিলা প্যারাসিটামল ব্যবহার করেন। অন্যান্য ব্যথানাশক ওষুধের তুলনায় এটি দীর্ঘদিন ধরে নিরাপদ বলে বিবেচিত হয়ে আসছে।  কিন্তু নতুন এই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা এই ওষুধ নিয়েও প্রশ্ন তুলেছেন।  জানা গিয়েছে, এই রিসার্চে যুক্ত ছিলেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট ফর হেলথ ইক্যুইটি রিসার্চের গবেষকরা । তাঁরা গর্ভাবস্থায় অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল ব্যবহার এবং শিশু মনের বিকাশের মধ্যে যোগসূত্র বোঝার জন্য কয়েক দশকের ডেটা নিয়ে পর্যালোচনা করেছেন। এনভায়রনমেন্টাল হেলথ-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা। তাঁরা সিংহভাগ ক্ষেত্রেই হবু-মায়ের প্যারাসিটামল ব্যবহারের সঙ্গে বাচ্চার অটিজম, এডিএইচডি, বা অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) এর মতো অবস্থার যোগ পেয়েছেন।  

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) একটি বিকাশগত অবস্থা। অটিস্টিক শিশুদের মধ্যে যোগাযোগ ও আচরণ অন্যদের থেকে বেশ কিছু ক্ষেত্রে আলাদা। তাই অনেক সময়ই তারা আর পাঁচজনের মতো সকলের সঙ্গে মিশতে পারে না বা অনেক ভাব কথায় প্রকাশ করতে পারে না।  লক্ষণগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। অন্যদিকে ADHD মনোযোগে ঘাটতি বা অতিরিক্ত ছটফটানি , আবেগ নিয়ন্ত্রণের সমস্যার সঙ্গে যুক্ত।  

প্যারাসিটামল সংক্রান্ত দাবি যদি সত্যি হয় তবে নিঃসন্দেহে তা উদ্বেগজনক। কারণ   গর্ভাবস্থায় যখন কোনও মহিলার জ্বর, মাথাব্যথা বা শরীরে ব্যথা হয়, তখন ডাক্তাররা সাধারণত প্যারাসিটামলই সুপারিশ করেন। প্যারাসিটামলকে কয়েক দশক ধরে "নিরাপদ" ওষুধই ভাবা হয়। তাহলে কি প্যারাসিটামল ব্যবহারেও রাশ টানতে হবে?