কলকাতা: আজ থেকে শুরু পোঙ্গল উৎসব (Pongal Festival)। আমাদের রাজ্যে যে সময়ে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয়, সেই সময়ই তামিলনাড়ুতে উদযাপন করা হয় পোঙ্গল উৎসবের। এটি একটি লোকজ উৎসব, যা তামিল জাতিগোষ্ঠীর মানুষরা উদযাপন করে থাকেন। প্রতি বছর ১৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই পোঙ্গল উৎসব (Pongal 2022) পালন করা হয়। জানা যায়, তামিলনাড়ুতে এই সময়ে ফসল কাটা হয়। আর ফসল কাটার পরই এই উৎসব পালন করা হয়। অনেকটা বাংলার নবান্ন (Nabanya) উৎসব পালনের মতো।


শোনা যায়, পোঙ্গল (Pongal 2022) উৎসবের সময় দক্ষিণ ভারতে ফসল কাটার পর ধানের শীষ ঈশ্বরের উদ্দেশে নিবেদন করা হয়। সঙ্গে প্রার্থনা করা হয় যেন প্রতিবছর এভাবেই এই উৎসব পালন করা হয়। প্রতিবছর যাতে ফসল আরও ভালো হয়, প্রতি সংসারে যাতে শ্রীবৃদ্ধি হয়, সমৃদ্ধি আসে তার জন্যই এই উৎসব পালন করা হয় বলে জানা যায়। সমৃদ্ধি কামনায় এই উৎসবে গবাদি পশুরও পুজো করা হয় বলে কথিত আছে। সূর্য দেবতার পুজোর করার সঙ্গে বৃষ্টির দেবতা, ইন্দ্রদেবেরও পুজো করেন তামিলনাড়ুর মানুষ। দেশের অন্যতম বড় ফসল উদযাপনের উৎসব পোঙ্গল।  লোরি, বিহু, মকর সংক্রান্তির সঙ্গে একই সময়ে এই উৎসব পালন করা হয়।


আরও পড়ুন - Makar Sankranti 2022: মকর সংক্রান্তিতে কেন তিল আর গুড়ের তৈরি মিষ্টি খাওয়া হয়?


পোঙ্গল কথার অর্থ হল নতুন শুরু। হিন্দু পূরাণ মতে জানা যায়, এই উৎসব অন্ধকারের শেষ করে নতুন আলোর কামনায় পালন করা হয়। কথিত আছে, পোঙ্গল উৎসবের ঠিক আগেই যে অমাবস্যা দেখা দেয় এবং তারপর অমাবস্যা কেটে যাওয়াকে সেখানকার মানুষ মন্দকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করায় বিশ্বাস করার ব্রত করেন। চারদিন ধরে এই উৎসব পালন করা হয়। প্রতি বাড়িতে এই সময়ে নানারকম খাবার তৈরি করা হয়। প্রতিটা বাড়িতে রঙ্গোলি দিয়ে সাজানো হয়। সঙ্গে প্রতিটা পরিবারের সদস্যরা এই সময়ে নতুন পোশাক পরেন। বিভিন্ন বাড়িতে এই সময়ে নতুন বাসনপত্র কেনারও প্রচলন রয়েছে।