টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার একদিন পরেই, তার সমীপে বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা । শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে আধ্যাত্মিক পরামর্শ নিতে বৃন্দাবন যান অনুষ্কা। আর সেখানেই এমন কিছু পরামর্শ দেন প্রেমানন্দ মহারাজ, তা কার্যত ভাইরাল। সকলে সাগ্রহে শুনছেন, প্রেমানন্দ মহারাজের সঙ্গে সেলিব্রিটি দম্পতির কথোপকথন। সোশ্যাল মিডিয়ায় সেই কথোপকথনের ক্লিপিংস ভাইরাল। আধ্যাত্মিক গুরুকে প্রণাম করে তাঁর কাছে কিছু সরল প্রশ্ন রাখেন অনুষ্কা। তখনই তাঁকে দিকনির্দেশ দেন তিনি।
এই ভিডিওতে দেখা যায়, প্রেমানন্দ মহারাজ বিরাটকে জিজ্ঞাসা করেন- তুমি কি সুখী এখন ? বিরাট উত্তরে বলেন, হ্যাঁ এখন সব ঠিক আছে.. তারপর...
এর পর প্রেমানন্দ মহারাজ কোহলির সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেন। তাঁকে মনে শান্তভাব বজায় রাখার ও আধ্যাত্মিক দিকে মন দেওয়ার জন্য উৎসাহিত করেন।
বিরাট-অনুষ্কা প্রেমানন্দ মহারাজের কাছ থেকে আশীর্বাদ নেন। তারপর বলেন, এই যে অঢেল সুখ, ধন, সম্পদ, টাকা পয়সা এগুলোই তো আসল সুখ নয়। এগুলো মানুষ পায়, তাঁর জীবনে কোনও না কোনও পুণ্যের ফলে এগুলো মানুষ পেয়ে থাকেন। অনেক সময় দেখা যায়, অনেক পাপী - তাপী মানুষেরও অনেক টাকাকড়ি , সম্পদ। তা বলে তারা কি ঈশ্বরের কৃপায় আছে? না।প্রেমানন্দ মহারাজ বিরাট-অনুষ্কাকে জানান যে, ভগবান যখন কৃপা করেন তখন প্রতিকূলতাও দেন, বাধাও দেন, অনেক সমস্যাও দেখান। তার সঙ্গে সঙ্গে পথও দেখান, যেটা পরম শান্তির পথ। প্রেমানন্দ মহারাজ বিরাট কোহলিকে বলেন, জীবনে যখনই প্রতিকূলতা আসবে, তখন বুঝতে হবে যে ভগবানের আমাদের উপর কৃপা করছেন। পৃথিবীর যে কোনও মহাপুরুষকেও মানুষ প্রতিকূলতার পথের মধ্যে দিয়ে আধ্যাত্মের পথ দেখান।
সোমবার টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন বিরাট কোহলি। তার পরের দিনই বৃন্দাবনে অনুষ্কা শর্মার সঙ্গে যান বিরাট কোহলি। মঙ্গলবার বৃন্দাবনের মথুরায় শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে বেশ কিছুক্ষণ সময় কাটান বিরাট ও অনুষ্কা। ইদানিং বিভিন্ন আধ্যাত্মিক অনুষ্ঠানে যুগলের দেখা মেলে।