কলকাতা: বলা হয় শ্রাবণ মাস (Sawan 2022) মহাদেবের (Mahadev) মাস। মনে করা হয় যদি নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায়, তা হলে তিনি তুষ্ট হন। পাশাপাশি তাঁর আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ সোমবার (Monday) অর্থাৎ ১৮ জুলাই, থেকে শুরু হচ্ছে  শ্রাবণ মাস (Sawan 2022)। কথিত আছে এই দিন উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু রীতি পালনে সন্তুষ্ট হন মহাদেব। চলুন জেনে নেওয়া যাক পুজোর পদ্ধতি। 


পুজোর শুভক্ষণ: শ্রাবণ মাসের প্রথম সোমবার ভগবান শিবের (Shiva) পুজোর জন্য বেশকয়েরটি শুভ-সময় রয়েছে। সোমবার ভোরে ৪টে ১৩ মিনিট থেকে ৪টে ৫৪ মিনিট পর্যন্ত। এর পর আবার শুভ সময় দুপুর ১২টা থেকে ১২.৫৫ পর্যন্ত। এর পর দুপুর ২টো ৪৫ মিনিট থেকে ৩টে ৪০ পর্যন্ত রয়েছে শুভক্ষণ। এ ছাড়া দুপুর ১২টা ২৪ মিনিট থেকে পরের দিন সকাল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে রবি যোগ। 



  • শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। পরিবর্তে সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন

  • শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন।

  • এ দিন মহাদেবকে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন

  • মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায়

  • এই দিন বাড়িতে আসা কোনও মানুষকে ফেরাবেন না

  • শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়

  • তামা, রুপো বা কাঁসার পাত্র দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন

  • শ্রাবণ মাসের সোমবারে মূলো, বেগুন, আদা এবং পেঁয়াজ-রসুন খাবেন না

  • পাঠ করুন শিব চাল্লিশা

  • এই মাসে তেল দান করার রীতিকে শুভ বলে মনে করা হয়


আরও পড়ুন: Weekly Horoscope : রোম্যান্সের আদর্শ সময় কর্কটের, এসপ্তাহে স্ত্রীর সঙ্গে বিবাদ একাধিক রাশির জাতকের