কলকাতা: হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র। বলা হয়, ভগবান শিবের উপাসনা করে শ্রাবণের প্রতি সোমবার উপবাস করলে মনস্কামনা পূরণ হয়। বাংলা ছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার প্রচলন রয়েছে গোটা দেশে। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত করলে দেবাদিদেব তুষ্ট হন ও ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। 


আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। দুপুর ২টো ৪৫ মিনিট থেকে ৩টে ৪০ পর্যন্ত। এছাড়া দুপুর ১২টা ২৪ মিনিট থেকে পরের দিন সকাল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে রবি যোগ রয়েছে। শিবলিঙ্গে বেল পাতা ও জল অর্পণ করুন। এরপর শিবলিঙ্গ প্রদক্ষিণ করুন। মনোবাসনা পূরণের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন।                                  


রুদ্র ও শিব সমার্থক শব্দ। রুদ্র শিবের উগ্র রূপ। ভগবান শিবকে রুদ্রাক্ষ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে রুদ্রাক্ষকে ভগবান শঙ্করের মহাপ্রসাদ হিসেবে বর্ণনা করা হয়েছে। কথিত আছে যে শিবের অশ্রু থেকে জন্ম নেওয়া রুদ্রাক্ষ দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করে বলে মনে করা হয়।                                                               


আরও পড়ুন, শ্রাবণের সোমবারে মানুন এই নিয়ম, প্রসন্ন হবেন মহাদেব


শিবলিঙ্গে রুদ্রাক্ষ নিবেদনের সময় যজুর্বেদের রুদ্রাষ্টাধ্যায়ীর মন্ত্রগুলি পাঠ করা হয়। এর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ইচ্ছা পূরণ হয় বলেও মত। এছাড়াও, এটি রাশিফলের গ্রহ দোষের প্রভাবও কমায়। রুদ্রাক্ষ নিবেদনের জন্য ভগবান শিবের উপস্থিতি অপরিহার্য। তাই ভগবান শিবের স্থানে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে বলা হয়ে থাকে। 


এই দিনে শিবলিঙ্গে গঙ্গাজল, বেলপত্র, দাতুরা, গাঁজা, কর্পূর, দুধ, চাল, চন্দন এবং ভস্ম নিবেদন করা হয়।