কলকাতা : ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনই ট্রম্বিকিউলিড মাইটস (  trombiculid mites ) নামে এক ধরনের পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া! প্রথমেই ধরা পড়লে স্ক্রাব টাইফাসের দ্রুত মোকাবিলা সম্ভব। রোগ নির্ণয়ে দেরি হলেই প্রাণঘাতী হয়ে ওঠে স্ক্রাব টাইফাস। বর্ষা মানেই বাড়ে এই সব রোগের আশঙ্কা। কারণ যাবতীয় মাকড়ের আক্রমণ বাড়ে এই ঋতুতেই। যদিও এবার বর্ষা প্রবেশের আগে থেকেই বাড়ছে মাকড়ের উপদ্রব। 


মাকড়ের কামড়ে নির্দিষ্ট ওই জায়গাগুলিতে ব্যথা যন্ত্রণা হয় না। কালো পোড়া মতো দাগ থেকে যায়। কীভাবে বুঝবেন কামড়েছে ট্রম্বিকিউলিড মাইটস? এই রোগের মূল লক্ষণগুলি কী কী?


সাধারণ জ্বরের মতোই এই রোগেও যে লক্ষণগুলি দেখা যায়, সেগুলি হল -



  • গা-হাত-পায়ে ব্যথা, শরীরে পোকা কামড়ানোর দাগ পাওয়া যায়,  মাথা ব্যথা,  টানা জ্বর , লো ব্লাড প্রেশার, কোনও কোনও ক্ষেত্রে সর্দি, সারা শরীরে  র‍্যাশ , পেটের সমস্যা ইত্যাদি। 
     
    চিকিৎসকরা বলছেন, এই ঋতুতে সর্দি-গর্মি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখা যাবে না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস , যে কোনও একটি হতে পারে। তাছাড়া চিকিৎসকদের মতে, দ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। 


মাথায় রাখতে হবে মাকড় কিন্তু বেশিরভাগ গাছগাছালিতে থাকে। তাই বাগানে বা ঝোপে বাচ্চা যেন খালি পায়ে না যায়। বাচ্চাকে যথাসম্ভব ঢাকা জামাকাপড় পরিয়ে বাইরে পাঠান। বড়রা কিন্তু প্রায়ই বাইরে যাচ্ছেন। আর তাদের জামাকাপড়ের সঙ্গেও ঘরের ভিতর ঢুকে আসতে পারে এই মাকড় । তাই বাইরের জামাকাপড় পরে কোনওমতেই শিশুদের কাছে যাবেন না। আগে জামা পরিবর্তন করুন। তারপর বসুন ।বাচ্চাকে এই সময় কাদা-মাটি-ঘাস-গাছগাছালি থেকে দূরে রাখুন। জ্বর এলেই নজর রাখুন শিশুর শরীরে উপর্যুক্ত উপসর্গগুলি দেখা যাচ্ছে কি না। 


গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা, সঙ্গে বমি, গায়ে র‍্যাশ ইত্যাদি হলেই আর দেরি করবেন না। শীঘ্রই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। স্ক্রাব টাইফাস থেকে সেরে ওঠা কঠিন নয়, কিন্তু দেরি হলে এই অসুখই হয়ে উঠতে পারে প্রাণঘাতী । 


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial