কলকাতা : উৎসবের মরশুম চলছে। কিছিদিন আগেই গিয়েছে দুর্গাপুজো। আর প্রায় এসেই গেল দীপাবলি (Diwali 2021)। আলোর উৎসবে ইতিমধ্য়েই সেজে উঠেছে বাড়ি। অতিথিরা আসবেন। চলছে তার প্রস্তুতি। করোনা অতিমারির জেরে গত বছর উৎসবের দিনগুলো একেবারেই সাদামাটাভাবে কাটাতে হয়েছিল। চলতি বছরও রয়েছে করোনা পরিস্থিতি। কিন্তু তার মধ্যও যাবতীয় করোনা বিধি মেনে উৎসবের আয়োজনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
উৎসবের দিনে প্রিয়জনকে উপহার দিতে কে না চায়। করোনা পরিস্থিতিতে কিংবা মাসের একেবারে শুরুতেই দীপাবলির দিন পড়ায় পকেটে টান? সাধ্যের মধ্যেই সাধপূরণের জন্য দেখে নিতে পারেন এই উপহারগুলো। যা বাজেটের মধ্যেও হবে আবার বন্ধু কিংবা প্রিয়জনদের পছন্দেরও হবে-
১. চকোলেট - ছোট থেকে বড় সকলেরই পছন্দের উপহার চকোলেট। দীপাবলি উপলক্ষে নানারকমের চকোলেট এই সময়ে দোকানে পাওয়া যায়। উপহার হিসেবে খুবই ভালো এবং খরচও বিশেষ নয়।
আরও পড়ুন - Diwali 2021: আলোর উৎসবে কীভাবে নিজের বাড়িটিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন?
২. শো পিস - অল্প দামে অথচ সুন্দর বেশ কিছু শো পিস পাওয়া যায়। নানারকম দেখতে তার সঙ্গে কিছু কিছুতে আলো এবং রঙিন পাথরের থাকে। দীপাবলি উপলক্ষে একেবারেই আদর্শ।
৩. ঘর সাজানোর জিনিস - ঘর সাজানোর নানারকম উপকরণ উপহার হিসেবে দিতে পারেন। সেটা দেওয়ালে ঝোলানো কোনও শো পিস হতে পারে। আবার ফোটো ফ্রেমও হতে পারে। প্রিয়জনের ছবি দিয়ে ফ্রোটো ফ্রেম বানিয়ে দিলে তিনি খুশি হতে বাধ্য।
৪. ল্যাপটপ ব্যাগ - সাধ্যের মধ্যে দাম আবার প্রয়োজনীয়ও বটে। দীপাবলিতে প্রিয়জনকে ল্যাপটপের ব্যাগ উপহার দিতে পারেন।
৫. ঘড়ি - বাজেটের মধ্যে ঘড়িও উপহার হিসেবে দিতে পারেন প্রিয়জনকে।
৬. - ব্লু টুথ হেডসেট - এই মুহূর্তে ব্লু টুথ হেডসেট সকলের খুবই পছন্দের। প্রিয়জনকে উপহার দিতে পারেন ব্লু টুথ হেড সেট।
৭. পার্সোনালাইজড কফি মগ - কফি মগের উপর প্রিয়জনের নাম কিংবা ছবি প্রিন্ট করে উপহার দিতে পারেন। বন্ধু কিংবা প্রিয়জন নিশ্চয়ই খুশি হবেন।
৮. কুশন - নানান রঙের এবং ডিজাইনের কুশন আজকাল অনেক বাড়িতেই থাকে। বাড়িতে সোফা থাকলে তাতেও ব্যবহার করা যায়। আবার সোফা না থাকলেও এমনি বিছানায় রাখলে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়।
৯. বই - বইয়ের থেকে তো বড় বন্ধু হয় না। তাই যাঁরা বই পড়তে ভালোবাসেন, তাঁদের পছন্দের লেখকের বই উপহার দিতে পারেন।