Sugar Scrub Benefits: ত্বকের মরা কোষ অর্থাৎ ডেড স্কিন সেল ঝরিয়ে জেল্লা ফেরাতে অনেকেই স্ক্রাব ব্যবহার করেন। কেউ বাজার চলতি প্রোডাক্ট কিনে নেন। কেউ বা তৈরি করে নেন বাড়িতেই। স্ক্রাব ব্যবহার করলে ত্বকের কালচে দাগছোপও দূর। একথা সত্যিই যে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে স্ক্রাবের জুড়ি মেলা ভার। তবে সমস্ত ধরনের স্ক্রাবের মধ্যে সুগার স্ক্রাব সবচেয়ে ভাল এবং উপকারী। দোকান থেকে আপনি সুগার স্ক্রাব কিনতে পারবেন। তবে বাড়িতেও খুব সহজে এই বিশেষ ধরনের স্ক্রাব তৈরি করে নেওয়া যাক। একটু বড় দানার চিনি, শিয়া বাটার আর যেকোনও ন্যাচারাল অয়েল (যা ত্বকের পক্ষে ভাল) একসঙ্গে মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সুগার স্ক্রাব। 


শরীরের কোন কোন অংশে ব্যবহারের জন্য সুগার স্ক্রাব সবচেয়ে ভাল উপকরণ, জেনে নেওয়া যাক 



  • ঠোঁটের কালচে দাগ দূর করতে, ঠোঁটের ফাটা কমাতে, ঠোঁট নরম-মোলায়েম-গোলাপি রাখতে চাইলে সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। জল কম খাওয়া হলে, আবহাওয়া রুক্ষ-শুষ্ক হলে ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা যায়। এই জন্যই শীতকালে বেশি ঠোঁট ফাটে। অনেকের আবার সারাবছরই ঠোঁট ফেটে যায়। এই সমস্যার সমাধান রয়েছে সুগার স্ক্রাবের মধ্যে। সপ্তাহে তিনদিন স্নানের আগে মিনিট ১৫ ঠোঁটে লাগিয়ে রাখুন সুগার স্ক্রাব। তারপর শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ঠোঁট। অল্প কয়েকদিন ব্যবহার করলেই ফল পাবেন আপনি। 

  • অনেকের শরীরেই কনুই এবং হাঁটুতে কালো দাগ দেখা যায়। এই দাগ দূর করতেও দারুণ ভাবে কাজ করে সুগার স্ক্রাব। এক্ষেত্রে বাড়িতে বানানো সুগার স্ক্রাব ব্যবহার করতে পারলে ভাল। কনুই এবং হাঁটুর কালো দাগ তোলার জন্য বড় দানার চিনির সঙ্গে অবশ্যই শিয়া বাটার মেশাতে হবে। তাহলে কালচে দাগছোপ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক হবে একদম নরম মোলায়েম। 

  • বডি স্ক্রাবার হিসেবেও সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। অন্যান্য সব স্ক্রাবের মতোই সুগার স্ক্রাব দিয়েও ত্বকের মরা কোষ ঝরিয়ে ইজ্জ্বলতা ফেরানো সম্ভব। তবে সুগার স্ক্রাবের উপরি পাওনা হল এই স্ক্রাব ব্যবহার করলে ত্বক খসখসে, রুক্ষ-শুষ্ক হয় না। বরং ত্বকের আর্দ্রতা, মোলায়েম-পেলব একটা ভাব বজায় থাকে। তাই অন্তত শীতের মরশুমে স্ক্রাবিং করতে হলে সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। 


আরও পড়ুন- শীত আসার আগেই হাঁচি-কাশি শুরু হয় বাচ্চাদের, বাড়ির ছোট্ট সদস্যকে সুস্থ রাখবেন কীভাবে? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।