Tan Removal Pack: ত্বকে ট্যান (Skin Tan Problems) পড়ার সমস্যায় নাজেহাল হন প্রায় সকলেই। তবে চিন্তা নেই। ট্যান তোলার (Homemade Tan Removal Pack) জন্য ঘরোয়া পদ্ধতিতেই ভরসা রাখুন। মাত্র এক সপ্তাহে দূর হবে আপনার ট্যান। এমনকি বাড়িতে তৈরি একটি প্যাক মাত্র একবার ব্যবহার করলেই আপনি আগের তুলনায় তফাৎ বুঝতে পারবেন। একদিনেই কিছুটা পরিমাণ ট্যান কমে যাবে আপনার ত্বক থেকে। চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে বাড়িতেই সহজে এই ট্যান রিমুভাল প্যাক আপনি তৈরি করতে পারবেন এবং কীভাবে তা ব্যবহার করবেন। 


প্রথমে দু চা-চামচ হলুদ গুঁড়ো নিয়ে তাওয়ার মধ্যে তা সেঁকে নিতে হবে। আগে থেকে তাওয়া কিছুটা গরম করে রাখুন। তারপর তাওয়ার মধ্যে শুকনো হলুদ গুঁড়ো দিয়ে একটু রোস্ট করে নিন ততক্ষণ, যতক্ষণ না গাঢ় বাদামী রং হয়। হলুদ গুঁড়ো ভালভাবে রোস্ট হয়ে গেলে তা একটা কাচের পাত্রে রেখে ঠান্ডা করে নিন। এরপর ওই রোস্ট করা হলুদ গুঁড়োর মধ্যে মিশিয়ে দিন এক চা-চামচ মধু এবং এক চা-চামচ দুধ। ভালভাবে হলুদ গুঁড়োর সঙ্গে মধু এবং দুধ মিশিয়ে একটি প্যাক বা মিশ্রণ তৈরি করে নিন। 


এই মিশ্রণ আপনার শরীরের যে যে জায়গায় অতিরিক্ত ট্যান পড়েছে সেখানে লাগিয়ে দিন। হাতে নিয়েই লাগাতে পারবেন এই মিশ্রণ। মূলত হাতে, পায়ের পাতায়, কনুইয়ের অংশে, গলায়, কাঁধে ট্যান বেশি পড়ে। এছাড়া মুখের ত্বকে ট্যান পড়ার সমস্যা তো আছে। এই মিশ্রণ আপনি মুখেও ব্যবহার করতে পারবেন। কোনও অসুবিধা হবে না। বরং মুখের কালচে দাগছোপ দূর হবে। ত্বক দেখতে উজ্জ্বল লাগবে। মধুর ব্যবহারের ফলে ত্বক মোলায়েম হবে, আর্দ্রতাও বজায় থাকবে। 


সপ্তাহ দু থেকে তিনবার এই প্যাক ট্যানের উপর ব্যবহার করতে পারবেন। স্নানের আগে এই প্যাক ট্যান পড়া অংশে এই প্যাক লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে ভালভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কয়েকদিন ব্যবহারের পরেই তফাৎ বুঝতে পারবেন আপনি। 


আরও পড়ুন- ব্রন কেন হয়? কীভাবে দূর করবেন এই সমস্যা? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।