Makeup: মেকআপ (Makeup) করার পরে তা তোলার জন্য যেমন বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন, তেমনই মেকআপ করার আগেও ত্বকের পরিচর্যা (Skin Care) প্রয়োজন। বলা ভাল, মেকআপ প্রোডাক্ট ব্যবহারের ত্বককে তৈরি করে নেওয়া দরকার। এই নিয়মগুলি মেনে না চললে একাধিক সমস্যা দেখা দিতে পারে ত্বকে। তাই মেকআপ করার আগে কীভাবে ত্বকের যত্ন করবেন অর্থাৎ পরিচর্যা করবেন সেই সম্পর্কে সহজ কিছু টিপস জেনে নেওয়া প্রয়োজন।
মেকআপ করার আগে কীভাবে ত্বকের যত্ন নিয়ে ত্বক প্রস্তুত করা প্রয়োজন
- মেকআপ করার আগে সঠিকভাবে ত্বকের পরিচর্যা প্রয়োজন। নাহলে মেকআপ প্রোডাক্টের প্রভাবে ত্বকের অনেক ক্ষতি হতে পারে। অতএব সতর্ক থাকা প্রয়োজন।
- মেকআপ শুরু করার আগে ভালভাবে প্রথমেই ত্বক পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে আপনি ক্লেনজার বা টোনার ব্যবহার করতে পারেন।
- ত্বক ভালভাবে পরিষ্কার করে নেওয়ার পর মেকআপ প্রোডাক্ট ব্যবহারের আগে ত্বককে ভালভাবে ময়শ্চারাইজড করে নিতে হবে।
- আপনার ত্বকের ধরন অনুসারে উপযুক্ত যেকোনও ক্রিম বা ময়শ্চারাইজার ভালভাবে ত্বকে ব্যবহার করে নিতে হবে।
- মেকআপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। ত্বকের ধরন অনুসারে উপযুক্ত মেকআপ প্রোডাক্ট বেছে নিতে হবে।
- মোটামুটিভাবে সারাবছর যেসব মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেন সেগুলোই ব্যবহার করা ভাল। এর ফলে ত্বকে কোনও সমস্যা দেখা দেবে না হঠাৎ করে।
- নতুন কোনও মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে তা আগে অল্প জায়গায় ব্যবহার করে দেখে নেওয়া প্রয়োজন যে ত্বকে কোনও র্যাশ কিংবা অ্যালার্জি হচ্ছে কিনা। যদি সামান্যতম সমস্যাও বুঝতে পারেন তাহলে সতর্ক হয়ে যান।
- যে ব্রাশ দিয়ে মেকআপ করছেন তা পরিষ্কার রাখা প্রয়োজন। নিজের মেকআপ কিট অন্য কারও সঙ্গে শেয়ার না করাই ত্বকের পক্ষে ভাল। মেকআপ পাফও পরিষ্কার করে রাখা দরকার।
- আপনার ত্বক সেনসিটিভ হলে কী ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করবেন, মেকআপ করা কতটা আপনার ত্বকের পক্ষে নিরাপদ সেই প্রসঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজে নিজে যেকোনও ধরনের বা ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করতে যাবেন না।
- মেকআপ তোলার সময়েও সতর্ক থাকা প্রয়োজন। ভালভাবে মেকআপ তুলতে না পারলে ওই মেকআপ ত্বকের মধ্যে থেকে যায় বা বসে যায়। এর প্রভাব মারাত্মক হতে পারে। কখনই মেকআপ না তুলে রাতে ঘুমিয়ে পড়বেন না। মেকআপ তোলার ক্ষেত্রে নরম টিস্যু, তুলো, মেকআপ রিমুভার ইত্যাদি ব্যবহার করা প্রয়োজন। আর মেকআপ তোমার পর অবশ্যই মুখ ভালভাবে ধুয়ে নিয়ে ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।