Acne Problem: গরমকালে ত্বকে (Summer Skin Care) নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। ট্যানের (Tan) সমস্যায় জেরবার হওয়ার জন্য গ্রীষ্মের মরসুম আদর্শ। তবে এর সঙ্গে অনেকের ক্ষেত্রে বিশেষ করে যাঁদের ত্বক খুব সেনসিটিভ তাঁদের ক্ষেত্রে ব্রনর (Acne) সমস্যা দেখা দিতে পারে। যাঁদের ত্বক তৈলাক্ত অর্থাৎ অয়েলি স্কিন তাঁদের ক্ষেত্রেও মারাত্মক ভাবে ব্রনর সমস্যা দেখা যায়। ব্রন কমে গেলেও ত্বকের মধ্যে থেকে যায় দাগছোপ। অনেকের ক্ষেত্রে ব্রন কমতেই অনেক সময় নেয়। ব্যথাও হয় প্রবল। এই সময়ে ত্বকের সঠিক ভাবে যত্ন প্রয়োজন। কারণ মূলত ত্বকের মধ্যে ময়লা, নোংরা জমেই ব্রনর সমস্যা দেখা দেয়।
ব্রনর সমস্যা কমাতে চাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বেশ কিছু ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এইসব হোমমেড ফেসপ্যাক অল্প সময়ে ব্রনর সমস্যা দূর করে। কী কী উপকরণ দিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন দেখে নেওয়া যাক।
- পাতিলেবুর রসের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখতে পারেন। মিনিট ১০ পরে হাল্কা গরম জলে মুখে ধুয়ে নেওয়া প্রয়োজন। এই ফেস প্যাক ব্রন কমাতে সাহায্য করে। পাতিলেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি ডেড সেল ঝরিয়ে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে। ব্রনর সম্ভাবনা কমায়। ডিমের সাদা অংশে থাকা উপকরণ স্কিন ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে।
- ওটমিল আর মধু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণ মাখতে হবে মুখে। মিনিট ২০ রেখে হাল্কা গরম জলে মুখ ধুয়ে নিলে তফাৎ নিজেই বুঝতে পারবেন। ওটমিল ত্বকের ডেড সেল ঝরাতে সাহায্য করে। এর ফলে স্কিন এক্সফোলিয়েশন হয় এবং ব্রনর সমস্যা কমে। মধু ত্বকের লালচে ভাগ, কালচে দাগছোপ দূর করে।
- টক দইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। এর সাহায্যে ত্বকের ডেড সেল নষ্ট হয় অর্থাৎ ত্বকের এক্সফোলিয়েশন হয়। ব্রনর সমস্যা কমে। ত্বক মোলায়েম থাকে এবং উজ্জ্বল হয়।
- অ্যালোভেরা জেল এবং টি ট্রি অয়েল ত্বকের যত্নের জন্য ভীষণ উপকারি উপকরণ। ব্রনর ফলে ত্বকে যে দাগছোপ দেখা যায় তা দূর করতে সাহায্য করে টি ট্রি অয়েল এবং অ্যালোভেরা জেল।
সেনসিটিভ স্কিনের ক্ষেত্রেও ব্রনর সমস্যা দেখা দেয়। সঠিক ভাবে যত্ন না করলে সমস্যা বাড়তে পারে। তাই কীভাবে ব্রনর হাত থেকে মুক্তি পাবেন তা জেনে রাখা প্রয়োজন। গরমকাল আসছে মানেই ত্বকে ব্রনর সমস্যা দেখা যাবে। বিশেষ করে যাঁদের স্কিন অয়েলি তাঁদের ক্ষেত্রে এই ব্রনর সমস্যা মারাত্মক আকার নেই অনেকসময়। মূলত সঠিক ভাবে ত্বক পরিষ্কার করা না হলে ময়লা জমে ব্রনর সমস্যা দেখা যায়। অয়েলি স্কিনের ক্ষেত্রে খুব সহজেই ব্রন হয়ে থাকে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে সমস্যা বাড়ে। তবে এই ব্রনর সমস্যা দূর করতে এবং ত্বকের সঠিক ভাবে যত্ন করার জন্য বাড়িতে কিছু ফেস স্ক্রাব ব্যবহার করে ব্যবহার করতে পারেন। অনেকেই উপকার পেয়েছেন।
আরও পড়ুন- দ্রুত খাবার হজম করার পাশাপাশি ত্বকের একাধিক সমস্যা দূর করতেও ভরসা রাখুন জোয়ানে