কলকাতা : নারীদের একটি বয়সের পর পুরোপুরি মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। সাধারণত একজন মহিলার ৫০-৫২ বছরে মোনোপজ হতে পারে। কিন্তু এই বয়সে পৌঁছানোর আগেই যদি তার ডিম্বাণুগুলি গুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তবে তাকে অকাল মেনোপজ বা আর্লি মেনোপজ বলা হয়ে থাকে। 


স্বাভাবিক সময়ের দশ বছর আগেই যদি মেনোপজ  হয়ে যায় তবে সেটি অবশ্যই চিন্তার বিষয়। এটি অকাল বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এই প্রক্রিয়ায় যেহেতু ইস্ট্রোজেন হরমোনটি কমে যায়, ফলে শরীরে নানাবিধ সমস্যা দানা বাঁধে। কীভাবে বুঝবেন, সময়ের আগে মেনোপজ হতে পারে আপনার। কখনই বা চিকিৎসকের শরণাপন্ন হবেন ? আলোচনা করলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অরুণা তাঁতিয়া ( Dr. Aruna Tantia, Director & Consultant Surgeon, Gynaecology & Obstetrics, ILS Hospitals)। 


আর্লি মেনোপজের প্রধান উপসর্গ হল ঋতুস্রাব অতিরিক্ত অনিয়মিত  হয়ে যাওয়া বা কোনও কারণ ছাড়াই বন্ধ হয়ে যাওয়া। যদিও মনে রাখতে হবে,  গর্ভধারণ করলে মাসিক বন্ধ হয়ে যায় ওই সময়কালের জন্য। কিন্তু তাছাড়াও যদি মাসিক বন্ধ হয়ে যায়, ভাবতে হবে ও চিকিৎসকের কাছে যেতে হবে। তবে অন্যান্য কতকগুলি লক্ষণ আছে, যেগুলি অনেক ক্ষেত্রে সময়ের আগেই মেনোপজ ঘটার ইঙ্গিত। 



  • যেমন হট ফ্লাশ (Hot Flush) অর্থাৎ রাতে ঘুমের মধ্যেই ঘেমে-নেয়ে যাওয়া। বুক ধড়ফড় করা। 

  • রাতের বেলা হঠাৎ গরম লাগা।

  • যৌনসঙ্গমের  যোনিপথ শুষ্ক হয়ে যাওয়া।

  • ঘুম আসতে অসুবিধে।

  • মেজাজে বারবার পরিবর্তন।

  • যৌন উত্তেজনা কম অনুভব হওয়া ( low sex drive )

  • একাগ্রতা কমে যাওয়া। 

    কাদের ক্ষেত্রে মেনোপজ সময়ের আগে ঘটতে পারে ? 



    • যেসব মহিলাদের অল্প বয়সে ঋতুস্রাব শুরু হয়।

    •  যে মহিলারা স্তন ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের জন্য কেমোথেরাপি নিয়ে থাকেন তাঁদের তাড়াতাড়ি ঋতুবন্ধ হতে পারে।

    •  অস্ত্রোপচারের মাধ্যমে একটি ডিম্বাশয় বাদ গেলে বা উভয় ডিম্বাশয়ে অস্ত্রোপচার হলে এই পরিস্থিতি আসতে পারে।

    •  ডিম্বাশয়ে রেডিয়েশন থেরাপি হলেও তাড়াতাড়ি মেনোপজ হয়। এছাড়াও সারভিক্স বা এন্ডোমেট্রিয়ামে (cervix ; endometrium ) রেডিয়েশন দিলে এই সমস্যা আসে।

    •  চরম ঠান্ডা জলবায়ু অকাল মেনোপজ ডেকে আনতে পারে।

    •  ধূমপান করেন যাঁরা, তাঁরা  তাড়াতাড়ি মেনোপজের পরিস্থিতিতে পড়তে পারেন। 


      স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অরুণা তাঁতিয়া