কলকাতা: গোলাপ ফুলকে চিহ্নিত করা হয় প্রেমের প্রতীক হিসেবে। তবে অনেকেই হয়তো জানেন না যে, এই ফুল ওষধিগুণেও ভরপুর। ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে গোলাপ বেশ কার্যকর। গোলাপ জলের থেকে কাঁচা ফুলের পাঁপড়ি ত্বকের জন্য বেশি উপকারী। এই উপাদানটি ত্বকের রুক্ষতা ও কালচে ভাব দূর করে চেহারার জৌলুস ধরে রাখতে সাহায্য করে।


ভিটামিন সি-তে ভরপুর গোলাপের পাপড়ি এবং পাতা। যদিও ভিটামিন সি'র পাশাপাশি আরও একাধিক ভিটামিন রয়েছে গোলাপে। পলিফেনলস, অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় কোষের ক্ষতি রোধ করে। ত্বকের ব়্যাশ, প্রদাহ কমাতে গোলাপজল ব্যবহার হয়। একাধিক ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোজ-টি কোষ্ঠকাঠিন্য কমাতে এবং হজমশক্তি ভাল করতে সাহায্য় করে। তবে। অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকলে, অ্যাজমার সমস্যা থাকলে গোলাপে সর্তক হতে হবে।


এর পাশাপাশি ডায়রিয়া ও কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা দূর করতে উপকারী ভূমিকা রাখে শুকনো গোলাপের পাপড়ির গুঁড়া। শুধু তাই নয়, হারবাল চা তৈরিতে শুকনো গোলাপের পাপড়ির ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন মশলার সঙ্গে শুকনো এক-দুইটি পাপড়ি বা পাপড়ি গুঁড়া ব্যবহারে অ্যাসিডিটির সমস্যাসহ দাঁতের ক্যাভিটি বা ক্ষয়রোধ রোধ করা সম্ভব।


আরও পড়ুন...


Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?


টোনার হিসেবে গোলাপের ব্য়বহার


জলের মধ্যে কিছুটা পরিমাণ গোলাপের পাপড়ি দিয়ে জলটা ভাল করে ফুটিয়ে নিন। জল ফুটে গেলে, জলটি ছেঁকে নিয়ে ঠান্ডা করুন। একটি শিশির মধ্যে গোলাপের এই জল ঢেলে রেখে ফ্রিজে রেখে দিন। টোনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ঘরে ফিরে ক্লান্ত ত্বককে তরতাজা করতে দারুণ কাজ করে ঘরে তৈরি এই গোলাপ জল।


ক্লিনজার মিল্ক হিসেবে গোলাপের ব্য়বহার


পরিমাণমতো দুধের মধ্যে গোলাপের পাপড়ি ফেলে ফুটিয়ে নিন। দুধটি ঠান্ডা করে একটা তুলো সাহায্যে মুখ পরিষ্কার করুন। ত্বক তাজা রাখতে ঘরে তৈরি এই ক্লিনজার মিল্ক দারুণ কাজ করবে।


ফেসপ্যাক হিসেবে গোলাপের ব্য়বহার


পরিমাণমতো বেসন নিন। তার মধ্যে অল্প দুধ মিশিয়ে নিন। ঘরে তৈরি গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ।  বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।