কলকাতা: ভ্যালেনটাইনস ডে (Valentines Day) দেখতে দেখতে চলেই এল। এই দিন নিজের প্রিয়জনকে কিছু উপহার না দিলেই নয়। আর সেই উপহার হিসেবে কেউ বেছে নেন প্রিয়জনের পছন্দের জিনিসটি। আবার কেউ কেউ নিজের ইচ্ছেমতো উপহার দিয়েও চমকে দেন প্রিয়জনকে। হাল আমলে এখন প্রায় সবাই প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছেন। তার সঙ্গে বদলেছে জিনিসের চাহিদাও। তাই উপহারের ধরনও পাল্টাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। এবারের ভ্যালেনটাইনস ডে (Valentines Day)-তে প্রিয়জনকে তেমনই কিছু উপহার দিতে পারেন। সাধ্যের মধ্যে থেকেই সঙ্গীকে কিনে দিতে পারেন একটি ইয়ারবাডস (Best Earbuds)। কোন ফিচারের ইয়ার বাড নিলে সবচেয়ে ভাল? আসুন জেনে নেওয়া যাক।


জেব্রোনিকস বাডস ৩০সি - ইয়ারবাডের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিই আসল। আর সেদিক থেকে সেরা অভিজ্ঞতা হতে পারে জেব্রোনিকস বাডস ৩০সি কিনে দিলে। এর ফিচারের মধ্যে গুরুত্বপূর্ণ হল ১৪.২ মিলিমিটার ড্রাইভার। টাইপ সি কানেকটর, ১.২ মিটার কেবল, ভলিউম কন্ট্রোল ফিচার সহ চারটি রঙে এটি পাওয়া যাচ্ছে। কিনতে পারেন পছন্দমতো।


পোর্ট্রোনিক্স কনচ টিউন সি - এটিও টাইপ সি ইয়ারবাড। এর ড্রাইভার সাইজ ১০ মিলিমিটার। ইনলাইন মাইক রয়েছে এতে। এছাড়াও, নাইলন ব্রেইডেড অ্যান্টিট্যাঙ্গল ওয়্যার এর বড় ফিচার। ১.২ মিটার কেবলসহ এই ইয়ারবাড বেশ কয়েকটি রঙে পাওয়া যাচ্ছে। নিজের পছন্দের রংটি কিনে নিতে পারেন।


বোট এয়ারপডস ১৪১ এএনসি টিডব্লিউএস ইয়ারবাডস - এর ফিচার হিসেবে পাবেন অ্যাডভান্সড এএনসি, ৩২ ডেসিবেল সাউন্ড, ৪২ হার্জের প্লেব্যাক। এছাড়াও, অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫০ এমএস লো ল্যাটেন্সি বিট মোড, কোয়াড মাইকস, সি টাইপ ইউএসবি পোর্ট ও আইপিএক্স৫। ভ্যালেনটাইনস ডে চলতে চলতে কিনে নিলে অনেকটাই কম দামে পাওয়া যাবে এই ইয়ারবাড।


রিয়েলমি বাডস টি৩০০ ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস - এর অন্যতম ফিচারের মধ্যে রয়েছে ৩৬০ ডিগ্রি অডিয়ো। ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার। এনহ্যান্সড বাজ়, ডলবি সাউন্ড। পাশাপাশি পাবেন ৪০ ঘন্টার ব্য়াটারি সাপোর্ট, ফাস্ট চার্জিং-এর সুবিধা।


ওয়ানপ্লাস নর্ড বাডস ২টিডব্লিইএস ইয়ারবাডস - এতে ১২.৪ মিলিমিটার ড্রাইভার থাকছে। পাশাপাশি রয়েছে ৩৬ ঘন্টার ব্য়াটারি সাপোর্ট, ফাস্ট চার্জিং-এর সুবিধা। ফোর মাইকের বিশেষ ডিজাইনও থাকছে এতে।


আরও পড়ুন - Propose Day 2024: পাঁচ শতক আগে প্রথম প্রেম নিবেদন! কে করেন ? প্রপোজ ডে-এর এই কাহিনি জানেন ?