Winter Hair Care Tips: শীতকাল আসছে। আবহাওয়া ইতিমধ্যেই বেশ শুষ্ক হয়েছে। তার জেরে টান ধরেছে ত্বকেও। এর পাশাপাশি রুক্ষ হচ্ছে ত্বকও। আর এই শীতের মরশুমে যেহেতু বেশিরভাগেরই স্ক্যাল্প অর্থাৎ মাথার তালুও ভীষণ রুক্ষ, শুষ্ক হয়ে যায়, তার ফলে খুশকির সমস্যা বাড়তে পারে। তাই শীতের মরশুম সেভাবে শুরু হওয়ার আগে থেকেই চুলের যত্ন নেওয়া শুরু করতে পারলে। বিশেষত যদি আপনার খুশকির সমস্যা থাকে, তাহলে অবশ্যই এখন থেকেই পরিচর্যা শুরু করুন। 

Continues below advertisement

সহজে এবং স্বল্প সময়ে খুশকির সমস্যা কমাতে চুলে ব্যবহার করুন আমলকির রস, উপকার পাবেন আরও অনেক 

  • খুশকির সমস্যা যাঁদের চুলে প্রবলভাবে দেখা য্যা, তাঁরা ব্যবহার করতে পারেন আমলকির রস। খুশকির সমস্যা অল্প দিনের মধ্যেই কমাতে সাহায্য করবে এই আমলকির রস। আমলকি বেটে বা সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন চুলে ও স্ক্যাল্পে। তবে তার থেকে আমলকির রস ব্যবহার করা সহজ। 
  • শুধু খুশকির সমস্যা কমাতে নয়, নতুন চুল গজাতে, চুলের জেল্লা বজায় রাখতেও সাহায্য করে আমলকির রস। নিয়মিত আমলকির রস ব্যবহার করতে পারলে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়ার সমস্যা কমবে, নতুন চুলও গজাবে। স্ক্যাল্পের বিভিন্ন ধরনের ইনফেকশন, চুলকানি এসব কমাতেও ব্যবহার করতে পারেন আমলকির রস। উপকার পাবেন অল্প দিনের মধ্যেই। 
  • আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই এই ফলের রস চুলে মাখলে সঠিক মাত্রায় পুষ্টি হবে চুলে ও স্ক্যাল্পে। চুল থাকবে চকচলে। মোলায়েম, নরম থাকবে চুল। শ্যাম্পু করার আগে আমলকির রস লাগিয়ে নিন। তারপর কোনও হাল্কা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 

এবার জেনে নেওয়া যাক আমলকি কীভাবে ব্যবহার করলে সহজে দূর হবে খুশকির সমস্যা। 

Continues below advertisement

  • স্নানের আগে মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে আমলকির রস তুলোয় করে লাগিয়ে নিন। স্নানের সময় চুলে ধুয়ে নিন। পরিষ্কার ঠান্ডা জলে চুল ধুতে পারলেই ভাল। 
  • শুধু তালু নয়, চুলের লম্বা অংশেও লাগাতে পারেন আমলকির রস। তুলো ছাড়াও লাগানো যায়। তবে তুলো দিয়ে লাগাতে পারলেই ভাল। 
  • আঙুলের ডগা দিয়েও হাল্কা করে লাগাতে পারেন আমলকির রস। চুল চকচকে দেখতে লাগবে এর ফলে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।