হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের মূল ভবনের একাংশ
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। স্টেশনে প্রবেশ পথের সামনে ভবনের একাংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Jan 2020 10:15 PM
প্রেক্ষাপট
বর্ধমান: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। স্টেশনে প্রবেশ পথের সামনে ভবনের একাংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ধ্বংসস্তূপে কেউ আটকে থাকার আশঙ্কা কম। তবে ধ্বংসস্তুপ সরানোর...More
বর্ধমান: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একাংশ। স্টেশনে প্রবেশ পথের সামনে ভবনের একাংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ধ্বংসস্তূপে কেউ আটকে থাকার আশঙ্কা কম। তবে ধ্বংসস্তুপ সরানোর পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ধ্বংসস্তুপ সরিয়ে দেখছেন উদ্ধারকারীরা। রাত আটটা নাগাদ বর্ধমান স্টেশন ভবনের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় কয়েকজন আঘাত পান। তাঁদের মধ্যে ২ জনকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। অফিস ফেরত সময়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।পুরো জায়গা পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ, দমকল বাহিনী, আরপিএফ ঘটনাস্থলে রয়েছে।