LIVE UPDATES: জয়প্রকাশকে মার, দিল্লিতে ডিএম, এসপির রিপোর্ট পাঠাল সিইও দফতর

২৮ তারিখ ভোটের ফল ঘোষণা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Nov 2019 04:55 PM
জয়প্রকাশকে মার, রিপোর্ট গেল দিল্লিতে। সিইওকে ফোন উপ মুখ্য নির্বাচন কমিশনারের। এরপরেই ডিএম, এসপির রিপোর্ট পাঠাল সিইও দফতর। ‘ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিতে বলা হয়েছিল, কিন্তু নিরাপত্তারক্ষী নিতে অস্বীকার করেন জয়প্রকাশ,’ ঘটনার সত্যতা স্বীকার করে রিপোর্ট এসপির। ‘হামলার খবর পেয়েই যান এসডিও, এসডিপিও। হামলার ঘটনায় একজন আটক।’ রিপোর্ট ডিএমের। সিইও দফতরে এল রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট।
কেউ গন্ডগোল করলে, যোগ্য জবাব মিলবে। হুঁশিয়ারি মেদিনীপুরের সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বললেন, মহকুমা শাসকের অনুমতি নিয়েই ভোটের দিন খড়গপুরে আছি। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের পাল্টা দাবি, বেআইনিভাবে খড়গপুরে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। গেস্ট হাউসে বসে ভোটে অশান্তি পাকাচ্ছেন। দিলীপ ঘোষ চিঠি দিয়েছিলেন, কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি, জানালেন মহকুমা শাসক।
নির্বাচনের নামে প্রহসন হয়েছে। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে আক্রমণ নিন্দনীয়। প্রতিক্রিয়া খড়গপুর সদরের বাম-কংগ্রেস জোট প্রার্থী গোলাম রাব্বি।
করিমপুর বিধানসভা কেন্দ্রের পিপুলখোলায় ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘুষি। লাথি মেরে ফেলে দেওয়া হল ঝোপের মধ্যে। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের ফোন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে। হয় গোষ্ঠীদ্বন্দ্ব, না হলে পরাজয় নিশ্চিত জেনে সহানুভূতি আদায়ের চেষ্টা, বিজেপি প্রার্থীকে নিগ্রহের ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূলের নদিয়া জেলা পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
করিমপুর বিধানসভা কেন্দ্রের পিপুলখোলায় ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘুষি। লাথি মেরে ফেলে দেওয়া হল ঝোপের মধ্যে। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের ফোন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে। হয় গোষ্ঠীদ্বন্দ্ব, না হলে পরাজয় নিশ্চিত জেনে সহানুভূতি আদায়ের চেষ্টা, বিজেপি প্রার্থীকে নিগ্রহের ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূলের নদিয়া জেলা পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
থানারপাড়ায় বিজেপি প্রার্থী নাটক করছেন। বুথ থেকে বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ নিয়ে জয়প্রকাশ মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়ের।
ভোট শুরুর আগেই নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের থানারপাড়ার লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে বিজেপির এজেন্টকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের মধ্যে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের সঙ্গে পুলিশ ও তৃণমূল কর্মীদের বাদানুবাদ। ঢিলেঢালা নিরাপত্তার অভিযোগে সিআরপিএফের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ বিজেপি প্রার্থীর। অপহরণের অভিযোগ অস্বীকার তৃণমূলের। নির্বাচন কমিশনের দাবি, বাড়িতেই খোঁজ মেলে বিজেপির দুই এজেন্টের। ক্যুইক রেসপন্স টিমের সামনে বুথে যেতে অস্বীকার করেন তাঁরা।
রাজ্য পুলিশ কাজ করছে তৃণমূলের হয়ে। কমিশন-বাহিনী কাজ করছে বিজেপির হয়ে, অভিযোগ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের।
খড়গপুরের রেলওয়ে গার্লস স্কুলে বিজেপির বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
খড়গপুর শহরে সরস্বতী হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের বুথে ঢুকতে বাধা খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাদানুবাদ তৃণমূল প্রার্থীর। বিজেপির পতাকা লাগানো টোটোতে ভোটারদের বুথে আনা ও বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে তৃণমূল প্রার্থী অভিযোগ করেন। তাঁকে বুথে ঢুকতে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে টোটো চালক বিজেপির পতাকা খুলে ফেলেন। টোটো চালক স্বীকার করেন, ভোটারদের বুথে আসা-যাওয়ার জন্য ৭০০ টাকায় তাঁর টোটো ভাড়া করেছে বিজেপি। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খড়গপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ২০৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝাকে আটকানোর অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। ফোনে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের বিজেপি প্রার্থীর।
খড়গপুর শহরে প্রিয়নাথ প্রাথমিক বিদ্যালয়ের ৬টি বুথে তৃণমূলের এজেন্টের ঘুরে বেড়ানোর অভিযোগ। বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কি তৃণমূল প্রার্থীর। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অভিযোগ, তৃণমূলের এক এজেন্টকে প্রতিটি বুথে ঘুরে বেড়াতে দেখে তিনি আপত্তি জানান। এনিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা বাধে। খবর পেয়ে সেখানে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। বাহিনীর জওয়ানদের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়।
কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের পূর্ব গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২৬৬ নম্বর বুথে ছাপ্পা ভোট, ভোটারদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদের অভিযোগ, ভোট দিতে যাওয়ায় তাঁদের মারধর করেন তৃণমূল কর্মীরা। কংগ্রেসের নির্বাচনী এজেন্টকেও মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বালাস প্রাথমিক বিদ্যালয়ের বুথে সস্ত্রীক ভোট দিতে যান বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। কোথায় ভোট দিতে হবে স্ত্রীকে তা দেখিয়ে দেন বিজেপি প্রার্থী। এনিয়ে বিধি ভঙ্গের অভিযোগ তোলে তৃণমূল। কমিশনের নির্দেশে অপসারিত ওই বুথের প্রিসাইডিং অফিসার। বিজেপি প্রার্থীকে শো কজের নির্দেশ কমিশনের।
করিমপুর বিধানসভা কেন্দ্রের থানারপাড়ার দোগাছিতে তৃণমূলের বিরুদ্ধে অবৈধ জমায়েতের অভিযোগ। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের কাছে নালিশ বিজেপি কর্মীদের, পুলিশকে ঘিরে বিক্ষোভ। বহিরাগতদের তাড়া করলেন বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
করিমপুর বিধানসভা কেন্দ্রের পিপুলখোলায় ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনেই আক্রান্ত হন বিজেপি প্রার্থী। বুথের ভিতরে প্রিসাইডিং অফিসারের জন্য যেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে, সেখানে রাঁধুনির পরিবর্তে দেখা মেলে বহিরাগতদের। ক্যামেরা দেখে প্রথমে তারা লুকিয়ে পড়ার চেষ্টা করে। ধরা পড়ে যাওয়ায়, শেষে পালিয়ে যায় বহিরাগতরা।
দুপুর ১টা: কালিয়াগঞ্জে ভোটগ্রহণ ৫০ শতাংশ, করিমপুরে ৫১ শতাংশ, খড়গপুর সদরে ৪৩ শতাংশ।
করিমপুরের দোগাছিতে 'অবৈধ' জমায়েত, তাড়া করলেন জয়প্রকাশ।
ভোটের দিন দিলীপ ঘোষ খড়গপুরে থাকায় তরজা, বেআইনিভাবে রয়েছেন দিলীপ, অভিযোগ তৃণমূল প্রার্থীর।
হয় গোষ্ঠীদ্বন্দ্ব, না হয় সহানুভূতি আদায়ের চেষ্টা, বলল তৃণমূল। হার নিশ্চিত বুঝে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন জয়প্রকাশ, দাবি মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
হারের ভয়ে তৃণমূলের আক্রমণ, বললেন দিলীপ ঘোষ। ভোট লুঠ আটকাতে বুথে বুথে যাব: জয়প্রকাশ।
রাস্তায় ফেলে মারা হল কিল, চড়, ঘুষি।
জয়প্রকাশ মজুমদারকে মারধর, লাথি মেরে ফেলে দেওয়া হল ঝোপের ভেতরে।
কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, কোন চিহ্নে ভোট দিতে হবে, দেখালেন স্ত্রীকে।
জয়প্রকাশকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা তৃণমূলের, বুথের সামনে জটলা হঠাতে লাঠিচার্জ করল পুলিশ।
করিমপুরে পিপুলখোলা স্কুলের বুথের পাশে জানলা খোলা ছিল, অভিযোগ করায় অশান্তি তৃণমূলের, বললেন জয়প্রকাশ।
বুথে গিয়ে বিজেপি প্রার্থী জয়প্রকাশ নাটক করছেন, কটাক্ষ তৃণমূল প্রার্থী বিমলেন্দুর।
করিমপুর ও খড়গপুর সদরের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। আয়না নয়, ওয়াল মিরর, বলল কমিশন।
তাঁর বিরুদ্ধে বারবার ইভিএমের কাছে চলে যাওয়ার অভিযোগ।
করিমপুরে জয়প্রকাশ মজুমদারকে বুথ থেকে বার করে দিল আধা সেনা।
ভোটের আগের রাতেই খড়গপুর সদরে টাকা বিলির অভিযোগ। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আহত 3, ২ জন ভর্তি হাসপাতালে। বিজেপির টাকা বিলির জেরে জনরোষ, পাল্টা তৃণমূল।
খড়গপুর সদরে বুথের মধ্যে আয়না, অভিযোগ, কে কোন দলকে ভোট দিচ্ছেন তা আয়নায় ধরা পড়ছে। ভোটারদের উপর নজরদারি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খড়গপুর পুরসভা ভবনের ১৪০ নম্বর বুথের ঘটনা। আধঘণ্টা ভোট হয়ে যাওয়ার পর, বিজেপি এজেন্টের অভিযোগের প্রেক্ষিতে কাপড় দিয়ে মুড়ে দেওয়া হল আয়না।
করিমপুরের থানারপাড়ায় বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ, বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তৃণমূলের বচসা।

প্রেক্ষাপট

কলকাতা: নদিয়ার করিমপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর ও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ- এই তিন বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন চলছে। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ২৮ তারিখ ভোটের ফল ঘোষণা।

তৃণমূলের মহুয়া মৈত্র সাংসদ হওয়ায় ফাঁকা হয়ে যায় করিমপুর বিধানসভা। সেখানে আজ উপনির্বাচন। তৃণমূল প্রার্থী করেছে, বিমলেন্দু সিংহ রায়কে, বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদার আর বাম-কংগ্রেস জোট প্রার্থী গোলাম রাব্বি। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ৭৬৯ জন। করিমপুরে ৯৭ শতাংশ বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ হওয়ায় ফের ভোট হচ্ছে খড়গপুর সদর কেন্দ্রে। এই উপনির্বাচনে লড়াই ত্রিমুখী। তৃণমূল প্রার্থী খড়গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার। বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। বাম-কংগ্রেসের জোটের প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। মোট ভোটার ২ লক্ষ ২৪ হাজার ৩৩৮ জন। খড়গপুর সদরে ৭৬ শতাংশ বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

উপ নির্বাচন হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। বিপরীতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়। বিজেপির প্রার্থী কমলচন্দ্র সরকার। মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ৯৬৯। কালিয়াগঞ্জে ৪০ শতাংশ বুথে বাহিনী মোতায়েন করা হয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.