LIVE UPDATE: দিল্লি বিধানসভা নির্বাচন: বিকেল সাড়ে পাঁচটা পড়ল ভোট পড়ল ৫২.৯৫ শতাংশ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Feb 2020 05:57 PM
ভোট দিলেন প্রিয়ঙ্কা গাঁধী, রবার্ট বঢরা ও ছেলে রাইহান। এইবছর প্রথমবার ভোট দিলেন রাইহান রাজীব বঢরা। লোধি এস্টেটের ১১৪ ও ১১৬ নম্বর বুথে ভোট দিলেন তাঁরা। ভোট দিয়ে এই নতুন ভোটারের বক্তব্য, ভাল লাগল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে। প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। পাবলিক ট্রান্সপোর্ট পড়ুয়াদের জন্য সস্তা হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আমি উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি। সবারই তাই করা উচিত।
সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে নতুন প্রজন্মকে ভোটদানের আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ট্যুইট করেন , “দিল্লিবাসীদের কাছে আমার আবেদন, দিল্লিকে মিথ্যা এবং ভোটব্যাঙ্কের রাজনীতি থেকে মুক্ত করুন।”
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এর মন্তব্যে ফের বিতর্ক। শনিবার দিল্লিবাসীকে তিনি বলেন, “দিল্লিকে ইসলামিক অঞ্চল হওয়ার হাত থেকে বাঁচাতে বিজেপিকে ভোট দিন।” তিনি আরও বলেন, “শাহিন বাগের আন্দোলনকারীরা অরবিন্দ কেজরীবালের সমর্থনে ভোটে নেমেছেন। দিল্লিবাসীর কাছে আমার আবেদন, শাহিন বাগকে রুখে দিতে, দিল্লিকে ইসলামিক অঞ্চল হওয়ার হাত থেকে বাঁচাতে বেরিয়ে আসুন। বিজেপিকে ভোট দিন।”
'উন্নয়নের পক্ষেই ভোট', বললেন শাহিনবাগে ভোটের লাইনে অপেক্ষারত মানুষ।
দিল্লির সিভিল লাইন্স এলাকার ১২৫ নম্বর বুথটিকে মডেল বানিয়েছে নির্বাচন কমিশন। গোটা বুথটিই বেলুন দিয়ে সাজানো। পাতা রয়েছে রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে বুথে ভোট দিতে ঢুকবেন ভোটাররা। আঙুলে কালি লাগিয়ে ছবি তোলার জন্য ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে ফোটো জোন। রয়েছে একটি সেলফি জোনও। ভোটারদের সঙ্গে থাকা শিশুদের জন্য রয়েছে ক্রেশ।
ভোট দিয়ে বেরিয়ে কী বললেন অরবিন্দ কেজরীবাল, বৃন্দা কারাত, মনোজ তিওয়ারি, শুনব।

নির্মাণভবনে ভোট দিলেন সস্ত্রীক মনমোহন সিংহ।
দিল্লির বাবরপুর বিধানসভা কেন্দ্রে মৃত্যু হল এক পোলিং অফিসারের। দিল্লির উত্তর-পূর্বে বাবরপুর বিধানসভা। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ঘটেছে তাঁর।
আমার ষষ্ঠেন্দ্রিয় বলছে, বিজেপিই সরকার গড়বে, বললেন বিজোপি নেতা মনোজ তিওয়ারি
ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র ও স্ত্রী নীলু চন্দ্র ভোট দিলেন মোতি বাগে।
১৫.৬৮% ভোট পড়ল বেলা ১২টা পর্যন্ত
'ষষ্ঠেন্দ্রিয় বলছে, সরকার গড়বে বিজেপিই', বললেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি
দিল্লির মঞ্জু কা টিলায় আপ ও কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি। কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা আপকর্মীকে চড় মারার চেষ্টা করেন। ইলেকশন কমিশনের কাছে নালিশ করবে আপ, জানালেন আপ-নেতা সঞ্জয় সিংহ।
ভোট দিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।

Delhi: Senior Bharatiya Janata Party leader LK Advani and his daughter Pratibha Advani cast their vote at a polling booth on Aurangzeb lane. #DelhiElections2020 pic.twitter.com/pazf3j7d53— ANI (@ANI) February 8, 2020
৬.৯৬% ভোট পড়ল সকাল ১১টা অবধি
ভোট দিলেন রাহুল গাঁধী।
ভোট দিলেন তাপসী পান্নু।

ভোট দিলেন দিল্লির প্রবীণতম ভোটার ১১০ বছর বয়সের কালীতারা মণ্ডল।
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের নির্মাণ ভবনে ভোট দিলেন সনিয়া গাঁধী। সঙ্গে প্রিয়ঙ্কা গাঁধী।

জামিয়া নগর বুথের সামনে ভোটারদের লম্বা লাইন।

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ ভোট দিলেন রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয় বুথে।

ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সঙ্গে স্ত্রী সীমা সিসোদিয়া।
ভোট দিয়ে বেরিয়ে কেজরীবাল বলেন, ‘আমি সকলকে, বিশেষত মহিলাদের, আজ ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। আমি আশাবাদী, দিল্লির লোকেরা এই কাজের ভিত্তিতে ভোট দেবে। আমি আশাবাদী যে আম আদমি পার্টি তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসবে।’
দিল্লির শাকারপুরে ভোট দেওয়ার লাইনে সদ্যবিবাহিত দম্পতি। তাঁদের ঘিরে আগ্রহ আশপাশের মানুষের।
ভোট দিলেন কেজরীবাল। সঙ্গে পরিবার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তাঁর মাকে নিয়ে দিল্লির কৃষ্ণনগরের রতন দেবী পাবলিক স্কুলে তাদের ভোট দিলেন।
সকাল ৯ টা অবধি ভোট পড়ল ১.৮৭ শতাংশ।
ভোট দিলেন ভারতীয় জনতা পার্টির সাংসদ মীনাক্ষী লেখি।
ভোট দিতে যাওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নিচ্ছেন কেজরীবাল
ভোটের আগের রাতে দিল্লিতে মহিলা সাব ইন্সপেক্টরকে গুলি করে খুন। রোহিণী মেট্রো স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পরপর গুলি। কেন হামলা? খতিয়ে দেখছে পুলিশ।
দিল্লি বিধানসভা নির্বাচনে সকাল সকাল ভোট দিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তুঘলক ক্রেসেন্ট এলাকায় ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। করোলবাগ বিধানসভা কেন্দ্রে ভোট দেন বিজেপি নেতা রাম মাধব
দিল্লি বিধানসভা নির্বাচনে সকাল সকাল ভোট দিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তুঘলক ক্রেসেন্ট এলাকায় ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। করোলবাগ বিধানসভা কেন্দ্রে ভোট দেন বিজেপি নেতা রাম মাধব
দেখুন, শাহিনবাগ অঞ্চলের একটি স্কুলের ভোটকেন্দ্রে ভিড় জমিয়েছেন ভোটাররা।
দেখুন, বিভিন্ন বুথের সামনে ভিড় জমিয়েছেন ভোটাররা।
বিধানসভা ভোটের জন্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৯০ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। ৪২ হাজার পুলিশ কর্মী ও ১৯ হাজার হোমগার্ডও মোতায়েন করা হয়েছে।
দেখুন, ভোটের বুথের ভিতরের ছবি।
জামিয়া-এলাকায় চলছে গাড়ি চেকিং। কড়া নিরাপত্তা দিল্লি জুড়ে।
দিল্লিতে ভোটপর্ব শুরুর আগে গুরুদ্বারে পুজো দিলেন হরিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তেজিন্দর পাল সিং বাগ্গা। সকালে ফতেহ্ নগর গুরুদ্বারে যান তিনি।
দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আশি ঊর্ধ্ব ভোটার রয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩০ জন। শতবর্ষ পেরনো ভোটারের সংখ্যা ১৪৭। গ্রেটার কৈলাসের বাসিন্দা ১১০ বছরের কালীতারা মণ্ডল প্রবীণতম ভোটার।
সবথেকে বেশি ২৮ জন প্রার্থী লড়ছেন নতুন দিল্লি বিধানসভা আসনে। সবথেকে কম ৪ জন প্রার্থী রয়েছেন পটেলনগর বিধানসভা কেন্দ্রে। সবথেকে বড় বিধানসভা কেন্দ্র নারেলা, সবথেকে ছোট বল্লিমারান। ভোটার সংখ্যা সবথেকে কম চাঁদনি চক বিধানসভা কেন্দ্রে। মাটিয়ালা বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা সবথেকে বেশি।
৭০ আসনের দিল্লি বিধানসভার ভোটগ্রহণ শুরু সকাল ৮টায়। চলবে সন্ধে ৬টা পর্যন্ত।

প্রেক্ষাপট

আজ দিল্লির বিধানসভা নির্বাচন। অরবিন্দ কেজরীবালের আপ, নাকি নরেন্দ্র মোদির বিজেপি আগামী ৫ বছরে দিল্লির শাসন কার হাতে থাকবে, তা ঠিক করে দেবে জনতা।
সিএএ-এনপিআর-এনআরসি-র আবহে ৭০-টি আসনে পছন্দের প্রার্থী বেছে নেবে দিল্লির জনতা। জেএনইউ-তাণ্ডব, জামিয়ায় গুলিচালনা, শাহিনবাগের প্রতিবাদ – এই বিষয়গুলি নিঃসন্দেহে কি-ফ্যাক্টর হয়ে উঠতে পারে দিল্লির নির্বাচনে।
সব সমীক্ষাই কেজরীর দলের পালে হাওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রচারে বারবার আত্মবিশ্বাসী শুনিয়েছে গেরুয়া শিবিরকে। তবে জনতা কাকে জয়ের মুখ দেখায়, তা জানা যাবে ১১ ফেব্রুয়ারি।
কিউআর কোড থেকে মোবাইল অ্যাপ-- এবারের দিল্লি ভোটে প্রযুক্তিকে বিশালাকারে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি, রাজধানী সহ গোটা দিল্লি জুড়ে করা হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিশেষ নজর দেওয়া হয়েছে শাহিনবাগ সহ বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে।
এই বিষয়টিকে মাথায় রেখে দিল্লির মুখ্য নির্বাচনী দফতরের তরফ থেকে ওই অঞ্চলের পাঁচটি থানাকে ‘উত্তেজনাপ্রবণ’ ঘোষণা করেছে।
এবারের ভোটের লড়াই মূলত ত্রিমুখী। কেজরীর আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপি। মোট ৬৭২ জন প্রার্থী এই ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ১.৪৮ কোটি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে ৮১ লক্ষ পুরুষ ও ৬৬ লক্ষ মহিলা। এছাড়া, ১১ হাজার সার্ভিস ভোটার ও ৮৬৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ২.৩২ লক্ষ প্রথম বারের ভোটার। প্রবীণ ভোটারের সংখ্যা ২ লক্ষ।
আম আদমি পার্টির সঙ্গে বিজেপির মূল লড়াই হলেও, দিল্লির রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে ভোট প্রচারে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর লাঠিপেটা-মন্তব্য। যার জেরে শুক্রবার, দিল্লি নির্বাচনের ঠিক আগের দিন, তুলকালাম হয় সংসদে। প্রশ্নোত্তর পর্বে মূল প্রশ্নের উত্তর না দিয়ে রাহুলের নিন্দা করায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দিকে তেড়ে যান কংগ্রেস সাংসদ কংগ্রেস সাংসদ মণিক্কম ঠাকুর। পাল্টা ওয়েলে নামেন বিজেপি সাংসদরাও। এর আগে বৃহস্পতিবারই সংসদে রাহুলের লাঠি-মন্তব্যের পাল্টা তাঁকে টিউবলাইট বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। সবমিলিয়ে দিল্লি নির্বাচনের প্রেক্ষাপটে রাহুল গাঁধীর লাঠি-মন্তব্য ঘিরে সরগরম সংসদীয় রাজনীতির আবহ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.