LIVE UPDATE নাগরিকত্ব সংশোধনী বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ১২৪-৯৯ ভোটে খারিজ রাজ্যসভায়

লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার দৌলতে এই বিল পাশ করিয়ে নিয়েছে শাসক বিজেপি। কিন্তু, বুধবারই, গেরুয়া শিবিরের সিটমাস টেস্ট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Dec 2019 08:10 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ বেলা ১২টা নাগাদ রাজ্যসভায় পেশ হবে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিল (সিএবি) বা নাগরিকত্ব সংশোধনী বিল। ইতিমধ্যেই, এই বিল ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার দৌলতে এই বিল পাশ...More

শেষ পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব খারিজ। রাজ্যসভায় বিতর্কের শেষে সেটি সিলেক্ট কমিটিকে পাঠানো হবে কিনা, তা নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ১২৪-৯৯ ভোটে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি নাকচ হয়ে যায়। এবার বিলের ওপর ভোটাভুটি হবে।