LIVE লখনউতে বাজপেয়ীর মূর্তির উন্মোচন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস মোদির
বাজপেয়ীর জীবনের কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপও টুইটারে শেয়ার করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান মোদি।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: অটল বিহারী বাজপেয়ীর ৯৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন। লখনউতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে, বুধবার সকালে রাজঘাটে সদা অটল স্মারকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শ্রদ্ধা জানান প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা সহ শীর্ষ বিজেপি নেতারাও।
বাজপেয়ীর জীবনের কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপও টুইটারে শেয়ার করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান মোদি। সেখানে তিনি লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। তিনি দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।
এদিন লখনউতে বাজপেয়ীর ২৫-ফুটের মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন সহ রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীরা।
আজ বিজ্ঞান ভবনে অটল ভুজল যোজনার সূচনা করা হবে। আজ থেকে হিমাচল প্রদেশের রোহতং টানেলের নাম হচ্ছে অটল টানেল। প্রতিরক্ষামন্ত্রক সূত্রের খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটার ওপরে অবস্থিত ৮.৮ কিলোমিটার দৈর্ঘ্যের ওই টানেলটি বিশ্বের দীর্ঘতম। এই টানেলের ফলে লেহ্ ও মানালির মধ্যে দূরত্ব ৪৬ কিলোমিটার কমবে।
একইসঙ্গে, মদনমোহন মালব্যর জন্মবার্ষিকীতেও শ্রদ্ধা জানান মোদি। লেখেন, মালব্যজি দেশসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি, শিক্ষাক্ষেত্রে অমূল্য অবদান রেখে গিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -