LIVE UPDATES: বহড়ুতে লক্ষ্মীকান্তপুর লোকালে কামরার ভেতর ছোঁড়া হল পাথর
হাওড়ার আমতায় চলছে রেল অবরোধ। হলদিয়া-পাঁশকুড়া শাখায় বাসুলিয়া স্টেশনেও অবরোধ চলছে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
16 Dec 2019 04:18 PM
বিজেপির মিছিলে বাধা পুলিশের, ধস্তাধস্তি।
দক্ষিণ কলকাতার সুলেখা মোড়ে বিজেপির মিছিল ঘিরে অশান্তি।
নাগরিকত্ব আইন কালা কানুন, বাতিল কর, স্লোগান মমতার।
আজকের মিছিলের পর শান্তিপূর্ণভাবে ফিরে যান। কাল বেলা ১২টায় জমায়েত ৮বি বাসস্ট্যান্ডে। পরশু হাওড়া ময়দান থেকে মিছিল।
সরকার ফেলে দিন, মাথা নত করব না, বললেন মমতা।
সবাইকে ক্ষমা করি, বিজেপির দালালদের ক্ষমা করি না।
আন্দোলন করুন, সই সংগ্রহ করুন, আগুন দেবেন না। তাহলে সেনা নামবে, বললেন মমতা।
ট্রেন, পোস্ট অফিসে আগুন দেবেন না, কেন্দ্র সব ট্রেন বন্ধ করে দিচ্ছে।
সাম্প্রদায়িক, সংকীর্ণ ধর্মের আমদানি করে বিজেপি দেশটাকে ভেঙে দিচ্ছে।
নাগরিকত্ব আইন হবে আমার মৃতদেহের ওপর দিয়ে। বললেন মমতা।
উত্তর পূর্বাঞ্চলের লোকেরা এই আইন নিয়ে উদ্বিগ্ন, আমি তাঁদের পাশে আছি, বললেন মমতা।
মাঝরাতে জামিয়ায় যা হয়েছে, সমর্থন করছি না। বললেন মমতা।
কেন্দ্র বলেছিল বিএসএফ চাও, সিআরপি চাও? বলেছি, চাই না, আমাদের পুলিশ যথেষ্ট।
যতদিন না নাগরিকত্ব আইন, এনআরসি উইথড্র হবে, রাস্তায় আন্দোলন চালিয়ে যান, বললেন মমতা।
যাঁরা আপনাদের সঙ্গে আছেন, তাঁদের সঙ্গে নিন, পরামর্শ মমতার।
আমরা সকলেই নাগরিক, আমি হিংসা পছন্দ করি না। বিজেপি চায়, হিন্দু-মুসলিম দাঙ্গা হোক।
কাউকে বাংলা ছাড়তে দেব না, বললেন মুখ্যমন্ত্রী
নাগরিকত্ব বিলের সমর্থনে মিছিল বার করল বিজেপি
শুরু হল তৃণমূলের মিছিল, পুরোভাগে মমতা, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
বীরভূমের নলহাটি-মুরারই রাজ্য সড়কের চাতরা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধে সামিল বিক্ষোভকারীরা।
বীরভূমের দুবরাজপুরের সাত কেঁদুলি মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা। আটকে যানবাহন।
নদিয়ার শিমুরালিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। নরপতিপাড়া মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
বারুইপুর-ডায়মন্ড হারবার শাখার হোটোর স্টেশনেও রেল অবরোধ করে বিক্ষোভকারীরা।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাপাসএড়িয়ায় ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। হলদিয়া শিল্পাঞ্চলগামী বাস-ট্রাক আটকে রয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ১১৬-র বি ও ৪১ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল চৌ মোড়ে পথ অবরোধ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধকারীদের। তমলুকের নিমতৌড়িতে ৪১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। কোলাঘাটে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে অবরোধ।
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে অশান্তি ছড়ানোর অভিযোগ। রাতভর অভিযান বীরভূম জেলা পুলিশের। গ্রেফতার ৬০। পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, জেলা জুড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই তাদেরও গ্রেফতার করা হবে।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে বাতিল দূর পাল্লার ট্রেন।জলপাইগুড়িতে আটকে নেচার স্টাডি ক্যাম্পের পড়ুয়া ও অভিভাবকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আশ্রয়ের ব্যবস্থা করল জেলা প্রশাসন ও ধূপগুড়ি পুরসভা।নেচার স্টাডি ক্যাম্পের পড়ুয়া ও অভিভাবক মিলিয়ে ১৩০ জন কলকাতা থেকে ডুয়ার্সের গরুবাথানে গিয়েছিলেন। এদের মধ্যে ৯৫ জনের মালবাজার স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠার কথা ছিল। বাকিদের ধূপগুড়ি স্টেশন থেকে ওঠার কথা ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ট্রেন বাতিল হওয়ায়, বিপদে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। জেলাশাসক অভিষেক তিওয়ারির কাছে ঘটনার কথা জানতে পেরে ধূপগুড়ি ধর্মশালায় ওই পড়ুয়া ও অভিভাবকদের থাকার ব্যবস্থা করেন ধূপগুড়ি পুরসভার উপ পুর প্রধান রাজেশ সিংহ।
রাজারহাট ও চিনার পার্কে পথ অবরোধ, বাস থেকে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের।
শিয়ালদা দক্ষিণে বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় গোচরণ ও দক্ষিণ বারাসাত স্টেশনের মাঝে আপ লাইনের ওভারহেড তারে দু’-দু’বার কলাপাতা ফেলার কারণে ব্যাহত ট্রেন চলাচল। বারুইপুর-ডায়মন্ড হারবার শাখার হোতার স্টেশনেও রেল অবরোধ। ধপধপি স্টেশনেও রেল অবরোধ হয়।
গতকাল আক্রা স্টেশনে আগুন, ভাঙচুর। তার জেরে আজও শিয়ালদা-বজবজ শাখায় বন্ধ ট্রেন চলাচল।
২ ঘণ্টা পর শিয়াদহ দক্ষিণ শাখায় স্বাভাবিক হল ট্রেন চলাচল।
অবরোধের জেরে আটকে পড়েছে হলদিয়া লোকাল।
রাজ্যের এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল করতে চলেছেন, আমি অত্যন্ত উদ্বিগ্ন। টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই ‘অসাংবিধানিক ও উসকানিমূলক’ কাজ থেকে বিরত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন তিনি। হিংসার পথ থেকে সরে আসার জন্য বিক্ষোভকারীদের প্রতি বুদ্ধিজীবীদের আবেদনকে স্বাগত জানিয়েছেন তিনি।
প্রেক্ষাপট
হাওড়া: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ চলছে। হাওড়ার আমতায় চলছে রেল অবরোধ। হলদিয়া-পাঁশকুড়া শাখায় বাসুলিয়া স্টেশনেও অবরোধ চলছে।
হাওড়ার আমতা স্টেশনে সকাল ৭টা থেকে রেললাইন অবরোধ শুরু হয়েছে। ফলে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বন্ধ। আমতার কলাতলা ও ছোট পোল এলাকায় রাস্তা অবরোধও চলছে। ফলে বন্ধ রয়েছে হাওড়া-আমতা রোডে যান চলাচল।
পূর্ব মেদিনীপুরে দক্ষিণ-পূর্ব রেলের হলদিয়া-পাঁশকুড়া শাখায় বাসুলিয়া স্টেশনে ট্রেন অবরোধ চলছে। সকাল সাড়ে ৬টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল ও একটি মালগাড়ি। অশান্তি এড়াতে নামানো হয়েছে র্যাফ। মোতায়েন আরপিএফ ও সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী।
দক্ষিণ বারাসত ও হোগলা স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা পড়ায় বন্ধ ট্রেন চলাচল। টাওয়ারম্যান ঘটনাস্থলে গিয়েছেন।