LIVE UPDATES: অস্ত্র ছিনিয়ে আক্রমণ, পুলিশের পাল্টা জবাবে মৃত চার অভিযুক্ত, জানালেন কমিশনার

হায়দরাবাদে পশু চিকিৎসক খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে এনকাউন্টারে গুলি করে মারল তেলঙ্গানা পুলিশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Dec 2019 04:29 PM

প্রেক্ষাপট

হায়দরাবাদ: হায়দরাবাদে পশু চিকিৎসক খুনের ঘটনায় ৪ অভিযুক্তকে আজ কাকভোরে এনকাউন্টারে গুলি করে মারল তেলঙ্গানা পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনার এ কথার সত্যতা স্বীকার করেছেন। শোনা যাচ্ছে, তারা অভিযুক্তদের চিকিৎসক হত্যার...More

জাতীয় মানবাধিকার কমিশন হায়দরাবাদের এনকাউন্টারের ঘটনা নিয়ে সংস্থার ডিজি (অনুসন্ধান)-কে ঘটনাস্থলে অবিলম্বে একটি তথ্যানুসন্ধানকারী দল পাঠাতে নির্দেশ দিয়েছে। একজন এসএসপি-র নেতৃত্বে কমিশনের অনুসন্ধান বিভাগের দল খুব শীঘ্রই ঘটনাস্থলে রওনা দেবে বলে মনে করা হচ্ছে এবং এই দল দ্রুত তাদের রিপোর্ট জমা দেবে।