Jharkhand Exit Poll LIVE Updates: ত্রিশঙ্কু হচ্ছে ঝাড়খণ্ড, সংখ্যায় এগিয়ে কং-জেএমএম জোট

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে।এদিন যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে তার মধ্যে ৫টি মাওবাদী প্রভাবিত অঞ্চলের মধ্যে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Dec 2019 10:22 PM
বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ২০১৪-র তুলনায় বিজেপি পাঁচ আসন কম পাচ্ছে। জেভিএম-ও পাঁচ আসন কম পাচ্ছে। গত নির্বাচনের মতোই আজসু এবারেও পাঁচটি আসন জিততে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। গতবার ৬ আসন জেতা কংগ্রেস এবারে ১০ আসন জিততে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। অর্থাৎ, কংগ্রেস অতিরিক্ত চারটি আসন পেতে পারে। একইভাবে, জেএমএম-ও গতবারের তুলনায় চার আসন বেশি পেতে পারে বলে ইঙ্গিত সমীক্ষায়।
২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৭টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৬টি। আজুস পেয়েছিল ৫ এবং জেভিএম পেয়েছিল ৮টি। এছাড়া, জেএমএম পেয়েছিল ১৯টি আসন। অন্যান্যরা পেয়েছিল ৬টি। গত নির্বাচনে জেএমএম-কং-জেভিএম জোট পেয়েছিল ৩৩টি আসন। বিজেপি-আজসু জোট পেয়েছিল ৪২টি আসন। ঝাড়খণ্ডের বিধানসভায় ৮১টি আসন রয়েছে। ম্যাজিক ফিগার ৪১। তবে, এবারের বুথ ফেরত সমীক্ষায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠ দলের তকমা পাচ্ছে না বলে ইঙ্গিত মিলেছে।
এখানে বলে রাখা প্রয়োজন, এবিপি নিউজ-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ঝাড়খণ্ডের বিধানসভা ত্রিশঙ্কুর হওয়ার দিকেই ইঙ্গিত মিলছে। কোন দল সর্বনিম্ন ও সর্বাধিক আসন পেতে পারে, সমীক্ষার ফলাফল বলছে-- বিজেপি ২৮ থেকে ৩৬ আসন পেতে পারে। কংগ্রেস-জেএমএম জোট পেতে পারে ৩১ থেকে ৩৯ আসন পেতে পারে। এছাড়া, জেভিএম পেতে পারে ১ থেকে ৫ আসন। আজসু পেতে পারে ৩ থেকে ৭ আসন। এর পাশাপাশি, অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৮টি আসন।
সমীক্ষায় ইঙ্গিত, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে ধাক্কা খাচ্ছে বিজেপি। সেখানে কংগ্রেসের ভাল ফল করার প্রবণতা দেখা যাচ্ছে। কংগ্রেস ও সহযোগী জেএমএম ৩৫টি আসন পেতে পারে, বিজেপি ৩২টি। জেভিএম পাচ্ছে ৩টি আসন, আজসুর ঝুলিতে যেতে পারে ৫টি আসন। কংগ্রেস ও তার জোট শরিক পেতে পারে ৩৭ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৪ শতাংশ ভোট। জেভিএম সাত শতাংশ, অন্যান্যরা পেতে পারে ১৪ শতাংশ ভোট।
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ ছিল আজ। ১৬টি আসনে আজ ভোট নেওয়া হয়। মোট ৫ দফায় ৮১টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য ভোট গ্রহণ হয়েছে। একটু পরেই শুরু হবে এক্সিট পোল অর্থাত্ বুথফেরত সমীক্ষার ফলপ্রকাশ। এবিপি আনন্দ-সি ভোটার এই সমীক্ষা করেছে।

প্রেক্ষাপট

রাঁচি: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে।এদিন যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে তার মধ্যে ৫টি মাওবাদী প্রভাবিত অঞ্চলের মধ্যে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সেখানে সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বাকি ১১টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।
শেষ পর্বের ভোটের লড়াইয়ে রয়েছেন ২৯ জন মহিলা সহ ২৩৭ জন প্রার্থী।মোট ভোটার ৪০,০৫,২৮৭।

এই পর্বের ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস মন্ত্রিসভার সদস্য রাজ পালিওয়াল, লুইস মারান্ডি, রণধীর সিংহ। কংগ্রেস-জেএমএম ও আরজেডি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন লড়াই করছেন দুমকা ও বারহেট থেকে।
এদিকে, মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও ধাক্কা খেয়েছে এনডিএ জোট। ভোটে একাই লড়ছে বিজেপির জোট শরিক লোকজন শক্তি পার্টি। জোট ছেড়েছে বিজেপির আর এক পুরনো সহযোগী অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নও। শরিকহীন বিজেপি কি পারবে ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে? উত্তর মিলবে ২৩ ডিসেম্বর, নির্বাচনের ফল ঘোষণার দিন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.