Jharkhand Exit Poll LIVE Updates: ত্রিশঙ্কু হচ্ছে ঝাড়খণ্ড, সংখ্যায় এগিয়ে কং-জেএমএম জোট
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে।এদিন যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে তার মধ্যে ৫টি মাওবাদী প্রভাবিত অঞ্চলের মধ্যে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Dec 2019 10:22 PM
প্রেক্ষাপট
রাঁচি: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য...More
রাঁচি: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে।এদিন যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে তার মধ্যে ৫টি মাওবাদী প্রভাবিত অঞ্চলের মধ্যে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সেখানে সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বাকি ১১টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।শেষ পর্বের ভোটের লড়াইয়ে রয়েছেন ২৯ জন মহিলা সহ ২৩৭ জন প্রার্থী।মোট ভোটার ৪০,০৫,২৮৭।এই পর্বের ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস মন্ত্রিসভার সদস্য রাজ পালিওয়াল, লুইস মারান্ডি, রণধীর সিংহ। কংগ্রেস-জেএমএম ও আরজেডি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন লড়াই করছেন দুমকা ও বারহেট থেকে।এদিকে, মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডেও ধাক্কা খেয়েছে এনডিএ জোট। ভোটে একাই লড়ছে বিজেপির জোট শরিক লোকজন শক্তি পার্টি। জোট ছেড়েছে বিজেপির আর এক পুরনো সহযোগী অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নও। শরিকহীন বিজেপি কি পারবে ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে? উত্তর মিলবে ২৩ ডিসেম্বর, নির্বাচনের ফল ঘোষণার দিন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ২০১৪-র তুলনায় বিজেপি পাঁচ আসন কম পাচ্ছে। জেভিএম-ও পাঁচ আসন কম পাচ্ছে। গত নির্বাচনের মতোই আজসু এবারেও পাঁচটি আসন জিততে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। গতবার ৬ আসন জেতা কংগ্রেস এবারে ১০ আসন জিততে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। অর্থাৎ, কংগ্রেস অতিরিক্ত চারটি আসন পেতে পারে। একইভাবে, জেএমএম-ও গতবারের তুলনায় চার আসন বেশি পেতে পারে বলে ইঙ্গিত সমীক্ষায়।