Jharkhand Exit Poll LIVE Updates: ত্রিশঙ্কু হচ্ছে ঝাড়খণ্ড, সংখ্যায় এগিয়ে কং-জেএমএম জোট

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে।এদিন যে কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে তার মধ্যে ৫টি মাওবাদী প্রভাবিত অঞ্চলের মধ্যে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Dec 2019 10:22 PM

প্রেক্ষাপট

রাঁচি: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আবহেই আজ ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের পঞ্চম তথা শেষ দফার ভোট। ৬ জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় একাধিক তারকা প্রার্থীর রাজনৈতিক ভাগ্য...More

বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ২০১৪-র তুলনায় বিজেপি পাঁচ আসন কম পাচ্ছে। জেভিএম-ও পাঁচ আসন কম পাচ্ছে। গত নির্বাচনের মতোই আজসু এবারেও পাঁচটি আসন জিততে পারে বলে ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। গতবার ৬ আসন জেতা কংগ্রেস এবারে ১০ আসন জিততে পারে বলে সমীক্ষায় ইঙ্গিত। অর্থাৎ, কংগ্রেস অতিরিক্ত চারটি আসন পেতে পারে। একইভাবে, জেএমএম-ও গতবারের তুলনায় চার আসন বেশি পেতে পারে বলে ইঙ্গিত সমীক্ষায়।