LIVE UPDATES: করোনাভাইরাসে প্রথম আক্রান্ত কেরলের ছাত্র, এই রোগে মারা গিয়েছেন ত্রিপুরার যুবক, দাবি পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
30 Jan 2020 03:13 PM
করোনাভাইরাসের আতঙ্কে যাবতীয় ঘরোয়া ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট বন্ধ রেখেছে চিন। এমনকী চাইনিজ সুপার লিগও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
এখন ঘটনা হল, চিনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষতিকর প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যতেও। কোটি কোটি ডলারের ব্যবসা খোয়াতে পারে ভারত, কারণ মোবাইল ফোন, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী যেগুলি চিন থেকে আসে, করোনার জেরে সেগুলির যন্ত্রাংশ এ দেশে পাঠানো ভীষণভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। নানা জিনিসপত্রের উদ্বোধনও পিছিয়ে যেতে পারে।
এর মধ্যে গতকাল থেকে ভারত সরকার য়ুহানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে অনলাইনে ইভাকুয়েশন কনসেন্ট ফর্ম বিলি শুরু করেছে। বলা হয়েছে, কবে, কখন তাঁদের উদ্ধার করা হবে তা আলাদা আলাদাভাবে প্রত্যেককে জানানো হবে। তবে উদ্ধারের পর বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারান্টাইনে বা একা থাকতে হবে তাঁদের।
বুধবার চিনের য়ুহান শহর থেকে সরানো হয়েছে ২০৬ জন জাপানী নাগরিককে। এই শহর থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস।
মহারাষ্ট্রের ৩টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন অসুস্থ ১০ জন। আশঙ্কা করা হচ্ছে, নোভেল করোনাভাইরাসের সংস্পর্শে এসেছেন এঁরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি দল শিগগিরই মহারাষ্ট্রে যাবে এই রোগ ঠেকানোর জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে খতিয়ে দেখতে।
এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১০ জনকে রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক ১৮টি নমুনা পাঠিয়েছে পুনের এনআইভি-তে। কেরলের করোনাভাইরাস আক্রান্ত ছাত্রটিও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল।
চিনের য়ুহান বিশ্ববিদ্যালয়ে পাঠরত কেরলের এক ছাত্রের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সরকারিভাবে ইনিই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয়।
প্রেক্ষাপট
আগরতলা: ত্রিপুরার এক ২৩ বছরের যুবক মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। তাঁর পরিবারের দাবি, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
যুবকের নাম মনির হোসেন। বাড়ি মধুপুর থানার পুরাথাল রাজনগর গ্রামে। ২০১৮ সালে মালয়েশিয়া যান তিনি, সেখানে এক রেস্তোঁরায় কাজ করতেন। তাঁর ঠাকুর্দা আবদুল রহিম জানিয়েছেন, গতকাল সকালে মালয়েশীয় প্রশাসন তাঁকে ফোন করে নাতির মৃত্যুর খবর দিয়েছে। তারাই জানিয়েছে, মনির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
যত দ্রুত সম্ভব নাতির দেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন তিনি। চিনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -