এবার গাঁধী-ঘাতক গডসেকে ‘দেশপ্রমিক’ সার্টিফিকেট প্রজ্ঞার, ‘একমত নয়’, জানিয়ে দিল বিজেপি

বৃহস্পতিবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে প্রজ্ঞা বলেন, নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, আছেন, থাকবেন। তাঁকে যারা সন্ত্রাসবাদী বলে, তারা বরং নিজেদের দিকে তাকিয়ে দেখুক। এই নির্বাচনে তারা উপযুক্ত জবাব পাবে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 May 2019 05:59 PM

প্রেক্ষাপট

আগর মালওয়া (মধ্যপ্রদেশ): মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ সার্টিফিকেট দিলেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। ২৬/১১র মুম্বই হামলা রুখতে গিয়ে প্রাণ বিসর্জন দেওয়া মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা (এটিএস)র তত্কালীন প্রধান...More

পরে বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা মধ্যপ্রদেশের ভারপ্রাপ্ত বিনয় সহস্রবুদ্ধে সংবাদমাধ্যমকে জানান, প্রজ্ঞা ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ওই বিবৃতিতে যা বলেছেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত অভিমত।