এবার গাঁধী-ঘাতক গডসেকে ‘দেশপ্রমিক’ সার্টিফিকেট প্রজ্ঞার, ‘একমত নয়’, জানিয়ে দিল বিজেপি
বৃহস্পতিবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে প্রজ্ঞা বলেন, নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, আছেন, থাকবেন। তাঁকে যারা সন্ত্রাসবাদী বলে, তারা বরং নিজেদের দিকে তাকিয়ে দেখুক। এই নির্বাচনে তারা উপযুক্ত জবাব পাবে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 May 2019 05:59 PM
প্রেক্ষাপট
আগর মালওয়া (মধ্যপ্রদেশ): মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ সার্টিফিকেট দিলেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। ২৬/১১র মুম্বই হামলা রুখতে গিয়ে প্রাণ বিসর্জন দেওয়া মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা (এটিএস)র তত্কালীন প্রধান...More
আগর মালওয়া (মধ্যপ্রদেশ): মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ সার্টিফিকেট দিলেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। ২৬/১১র মুম্বই হামলা রুখতে গিয়ে প্রাণ বিসর্জন দেওয়া মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা (এটিএস)র তত্কালীন প্রধান হেমন্ত কারকারে মালেগাঁও বিস্ফোরণ মামলায় জেরার সময় তাঁর ওপর ‘অকথ্য অত্যাচার’ করেছিলেন বলে তাঁর দেওয়া অভিশাপেই নিহত হয়েছিলেন, সম্প্রতি এই দাবি করেন ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা, এমনকি ১৯৯২ এ বাবরি মসজিদ ধ্বংসে সামিল হতে পেরে তিনি গর্বিত বলেও জানান। এ নিয়ে জোর বিতর্ক অব্যহত রয়েছে। তার মধ্যেই বৃহস্পতিবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে প্রজ্ঞা বলেন, নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, আছেন, থাকবেন। তাঁকে যারা সন্ত্রাসবাদী বলে, তারা বরং নিজেদের দিকে তাকিয়ে দেখুক। এই নির্বাচনে তারা উপযুক্ত জবাব পাবে। সম্প্রতি তামিল ছবির নামী নায়ক তথা বর্তমানে রাজনৈতিক নেতা কমল হাসান গডসেকে ইঙ্গিত করে দেশের ‘প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু’ বলে মন্তব্য করে আক্রমণ, সমালোচনার মুখে পড়েছেন। এনিয়ে আজ এখানে দেওয়াস লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে রোড শোতে এক প্রশ্নের উত্তরে গডসের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রজ্ঞা।বিজেপির মধ্যপ্রদেশ শাখা অবশ্য তাঁর পাশে নেই। মহাত্মার হত্যাকারীকে দেশপ্রেমিক মনে করে না বলে বলে জানিয়েছে তারা। দলের রাজ্য শাখার মিডিয়া সেলের প্রধান লোকেন্দ্র পরাশর প্রজ্ঞার মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে তাঁরা একমত নন বলে জানিয়েছেন। বলেছেন, বিজেপি ওঁর বক্তব্যে সহমত নয়। কী পরিস্থিতিতে, কেন তিনি এটা বললেন, দল জানতে চাইবে। মহাত্মা গাঁধীর হত্যাকারী দেশপ্রেমিক হতে পারে না।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
পরে বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা মধ্যপ্রদেশের ভারপ্রাপ্ত বিনয় সহস্রবুদ্ধে সংবাদমাধ্যমকে জানান, প্রজ্ঞা ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ওই বিবৃতিতে যা বলেছেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত অভিমত।