Live Updates:উত্তরপ্রদেশে কংগ্রেসের ভোট-ভরাডুবির দায় নিয়ে রাহুলকে ইস্তফাপত্র পাঠালেন রাজ বব্বর, হারের কারণ খতিয়ে দেখতে কাল বসছে ওয়ার্কিং কমিটি

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মাত্র একটিতে জিতেছে কংগ্রেস, টিমটিম করে জ্বলছে শুধু রায়বরেলিতে, যেখানে গড় ধরে রেখেছেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 May 2019 02:33 PM

প্রেক্ষাপট

লখনউ: উত্তরপ্রদেশে দলের নির্বাচনী ভরাডুবির জেরে রাহুল গাঁধীকে ইস্তফাপত্র পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর। উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র রাজীব বক্সি এ কথা জানিয়েছেন। বব্বর দলের বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিয়েছেন।...More

সারা দেশে কংগ্রেসের নির্বাচনী বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে শনিবার বসছে ওয়ার্কিং কমিটি। হারের কারণ খুঁজতে আলোচনা হবে সেখানে। সূত্রের খবর, সকাল ১১টায় বৈঠক ডাকা হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। কংগ্রেসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী মঞ্চ ওয়ার্কিং কমিটি। রাহুল গাঁধী বৈঠকে কংগ্রেস সভাপতি থেকে ইস্তফা দেওয়ার কথা বলতে পারেন বলে সূত্রের দাবি। সনিয়া গাঁধী, মনমোহন সিংহও হাজির থাকতে পারেন বৈঠকে। ইতিমধ্যে দলের ভিতরে কেন কংগ্রেস মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হল, তা খতিয়ে দেখার দাবি ইতিমধ্যেই উঠেছে। এই নিয়ে টানা দুবার বিজেপির হাতে পর্যুদস্ত হল কংগ্রেস।