LIVE UPDATE: জেএনইউ: 'ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক', 'শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের চেষ্টা', বিজেপির কড়া নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা, মোদি সরকারকে টার্গেট সনিয়ার

Continues below advertisement

LIVE

Background

রাজসামান্দ: রাজস্থান-এর রাজসামান্দ লোকসভা আসনে ২০১৪-র লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-র Hariom Singh Rathore 395705 ভোটের ব্যবধানে জয়েছিলেন। রাজসামান্দ লোকসভা আসনে ভোটগ্রহণ করা হয়েছিল চতুর্থ দফা -য় 29 এপ্রিল , এখানে মূল লড়াই ভারতীয় জনতা পার্টি -র প্রার্থী Diya Kumari ও ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থী Diya Kumari -এর মধ্যে বলে মনে করা হচ্ছে। ২০১৪-র লোকসভা নির্বাচনে রাজস্থান-এর 25 আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 54.9 শতাংশ ভোট পেয়ে 25 আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে, ভারতের জাতীয় কংগ্রেস 30.4 ভোট পেয়ে আসনে জয়ী হয়েছিল।রাজসামান্দ লোকসভা নির্বাচন
রাজসামান্দ লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। রাজসামান্দ ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 12 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 10জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে রাজসামান্দ লোকসভা আসনের ভোটাররা BJP -র Hariom Singh Rathore -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি INC র Gopal Singh Shekhawat কে 395705 ভোটে হারিয়ে দিয়েছিলেন।

রাজসামান্দ লোকসভা আসনের ইতিবৃত্ত

  • ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী ভারতীয় জনতা পার্টি 45890 ভোট পেয়েছিলেন।
Continues below advertisement
14:09 PM (IST)  •  06 Jan 2020

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর গতকালের আক্রমণকে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেছেন, মুম্বইয়ের ২৬/১১-র সন্ত্রাসের কথা মনে পড়ে গেল। গতকালের হামলাকারীদের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, কারা এই মুখোশধারী হামলাবাজ, তার তদন্ত চাই।
14:04 PM (IST)  •  06 Jan 2020


প্রতিদিনই ভারতব্যাপী ক্যাম্পাসে, কলেজে হানা দিচ্ছে হয় পুলিস অথবা বিজেপি সরকারের সমর্থনপুষ্ট লুম্পেনবাহিনী। সরকার প্রতিটি বিরুদ্ধে কণ্ঠস্বরকে চাপা দিয়ে বশ্যতা মানাতে যে কতদূর যে পারে, জেএনইউয়ের ছাত্রছাত্রী, শিক্ষকদের ওপর গতকালের হাড় হিম করা সন্ত্রাস তা ভয়ঙ্কর ভাবে মনে করিয়ে দিল। এই অভিমত জানিয়ে সনিয়া বলেছেন, ছাত্র ও যুবসমাজের দরকার বহনসাধ্য শিক্ষা, পছন্দসই কাজ, প্রতিশ্রুতিভরা এক ভবিষ্যত্ ও আমাদের সমৃদ্ধশালী গণতন্ত্রে শরিক হওয়ার অধিকার। দুঃখের কথা হল, সরকার এই প্রতিটি আশা-আকাঙ্খার গলা টিপে ধরে দমিয়ে রাখতে চায়। গোটা কংগ্রেল দল ভারতের যুবক, পড়ুয়াদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে, পাশে থাকছে। গতকালের জেএনইউয়ের প্ররেচনা দেওয়া হিংসার কঠোর নিন্দা ও স্বাধীন, নিরপেক্ষ তদন্ত দাবি করছি আমরা।
13:53 PM (IST)  •  06 Jan 2020

জেএনইউয়ে পড়ুয়া নিগ্রহের তীব্র নিন্দা করে প্রতিদিন ভারতের যুবসমাজ ও পড়ুয়াদের কন্ঠস্বর দমন করা হচ্ছে বলে প্রতিক্রিয়া দিলেন সনিয়া গাঁধী। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী এর পিছনে নরেন্দ্র মোদি সরকারকে জড়িয়ে অভিযোগ করেছেন, ভারতের যুবসমাজের ওপর শাসক মোদি সরকারের প্রত্যক্ষ উসকানিতে গুন্ডাবাহিনীর ভয়াবহ, অভূতপূর্ব সন্ত্রাস নিন্দনীয়, কখনই মেনে নেওয়া যায় না।
13:29 PM (IST)  •  06 Jan 2020

13:04 PM (IST)  •  06 Jan 2020


জেএনইউ ক্যাম্পাসে গুণ্ডাবাহিনীর হামলার ঘটনায় স্বরা ভাস্করের আবেগপূর্ণ ভিডিও ও ট্যুইট ভাইরাল, শেয়ার করলেন মায়ের এসএমএসও



দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে রবিবার সন্ধেয় মুখোশ পরিহিত গুণ্ডাবাহিনী পড়ুয়াদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার নিন্দায় সরব বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বলিউড তারকারাও। এরইমধ্যে অভিনেত্রী স্বরা ভাস্করের ভিডিও ও ট্যুইট সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। আসলে স্বরা ভাস্করের মা ইরা ভাস্কর জেনএউ-র অধ্যাপিকা এবং ক্যাম্পাসেই থাকেন।

13:01 PM (IST)  •  06 Jan 2020

12:42 PM (IST)  •  06 Jan 2020

গতকাল হামলার পর এখনও জেএনইউ চত্বরে ছড়িয়ে তার চিহ্ন। ভাঙচুর করা হয় হস্টেলের বিভিন্ন অংশ। পড়ে রয়েছে অস্ত্রও।

12:39 PM (IST)  •  06 Jan 2020

গতকাল জেএনইউ ক্যাম্পাসে ছাত্রীদের নিগ্রহের ঘটনায় পুলিশকে তলব দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালওয়ালের।

12:30 PM (IST)  •  06 Jan 2020

12:29 PM (IST)  •  06 Jan 2020

‘দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উপর চলছে ফ্যাসিস্ত কায়দায় হামলা। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার প্রচেষ্টা।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশকেও ধ্বংসের চেষ্টা’ জেএনইউকাণ্ডের পরিপ্রেক্ষিতে ডুমুরজলায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
12:02 PM (IST)  •  06 Jan 2020

জেএনইউকাণ্ডের পড়ুয়াদের শান্তি বজায় রাখার আর্জি উপাচার্য্যের।
12:00 PM (IST)  •  06 Jan 2020

বেঙ্গালুরুর টাউন হলে জেএনইউকাণ্ডের প্রতিবাদ।
11:52 AM (IST)  •  06 Jan 2020

জেএনইউকাণ্ডের পর আরও সতর্ক দিল্লি পুলিশ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার জন্য নিয়োগ করা হল অতিরিক্ত বাহিনী। অন্যদিকে জেএনইউ চত্বরেও মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।
11:43 AM (IST)  •  06 Jan 2020

11:42 AM (IST)  •  06 Jan 2020

11:41 AM (IST)  •  06 Jan 2020

11:41 AM (IST)  •  06 Jan 2020

11:40 AM (IST)  •  06 Jan 2020

11:39 AM (IST)  •  06 Jan 2020

11:36 AM (IST)  •  06 Jan 2020

জেএনইউ কাণ্ডে সবরমতী হস্টেলের ওয়ার্ডেনের ইস্তফা। ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার কথা জানিয়ে পদত্যাগ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য এবং রেজিস্ট্রার আজ সকালে উপ রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে দেখা করে গোটা ঘটনার রিপোর্ট পেশ করেছেন। ঐশী ঘোষ ছাড়া বাকি আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
11:28 AM (IST)  •  06 Jan 2020


হামলাকারীরা সশস্ত্র অবস্থায় কীভাবে ঢুকল জেএমইউ ক্যাম্পাসে? প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়েই



দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে হামলাকাণ্ডে আজ

11:28 AM (IST)  •  06 Jan 2020

10:47 AM (IST)  •  06 Jan 2020

10:39 AM (IST)  •  06 Jan 2020


জেএনইউ: 'দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের' আশ্বাস; হিংসা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এফআইআর দায়ের দিল্লি পুলিশের



হিংসা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এফআইআর দায়ের দিল্লি পুলিশের। যদিও ক্যাম্পাসে হামলার ঘটনায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। ফলে অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, নাকি বহিরাগত? এখন এই নিয়েই তদন্ত চালাচ্ছে পুলিশ

10:32 AM (IST)  •  06 Jan 2020

10:25 AM (IST)  •  06 Jan 2020

10:24 AM (IST)  •  06 Jan 2020

জেএনইউ কাণ্ডে হিংসা ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এফআইআর দায়ের দিল্লি পুলিশের। যদিও ক্যাম্পাসে হামলার ঘটনায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। ফলে অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, নাকি বহিরাগত? এখন এই নিয়েই তদন্ত চালাচ্ছে পুলিশ।
10:19 AM (IST)  •  06 Jan 2020

10:19 AM (IST)  •  06 Jan 2020

10:16 AM (IST)  •  06 Jan 2020

জেএনইউ কাণ্ডের কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর। দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে এই দলে রয়েছেন তিন সাংসদ সাজদা আহমেদ, মানস ভুঁইয়া ও বিবেক গুপ্ত। সংসদীয় কাজে দিল্লি যাচ্ছেন আরেক তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। জেএনইউ-এর পড়ুয়াদের সঙ্গে তিনি দেখা করবেন বলে জানিয়েছেন।
10:03 AM (IST)  •  06 Jan 2020

জেএনইউ হামলার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাসভবনে মিটিং আম আদমি পার্টির উচ্চপদস্থ নেতাদের। খোদ মুখ্যমন্ত্রীও উপস্থিত রয়েছেন মিটিং-এ।
09:54 AM (IST)  •  06 Jan 2020

09:53 AM (IST)  •  06 Jan 2020

দিল্লি পুলিশের সঙ্গে মিটিং জেএনইউ-র পড়ুয়া ও শিক্ষকদের। হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান তাঁরা। দাবি দাওয়া মানার আশ্বাস পুলিশের।
09:40 AM (IST)  •  06 Jan 2020

09:15 AM (IST)  •  06 Jan 2020

08:29 AM (IST)  •  06 Jan 2020

হামলার ঘটনায় জেএনইউ-এর রেজিস্ট্রার, প্রোক্টর ও রেক্টরকে তলব করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে দিল্লি পুলিশের বৈঠক হয়। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। রাতে ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করে তারা।
08:08 AM (IST)  •  06 Jan 2020

08:06 AM (IST)  •  06 Jan 2020

08:04 AM (IST)  •  06 Jan 2020

Sponsored Links by Taboola