LIVE UPDATE: জেএনইউ: 'ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক', 'শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের চেষ্টা', বিজেপির কড়া নিন্দায় মুখ্যমন্ত্রী মমতা, মোদি সরকারকে টার্গেট সনিয়ার

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে হামলাকাণ্ডে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি এসএফআই-এর। মোদি সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। জেএনএউ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ অবস্থান পড়ুয়াদের। মুম্বইয়ে গেট অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jan 2020 02:09 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে হামলাকাণ্ডে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি এসএফআই-এর। মোদি সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। জেএনএউ ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ...More

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর গতকালের আক্রমণকে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেছেন, মুম্বইয়ের ২৬/১১-র সন্ত্রাসের কথা মনে পড়ে গেল। গতকালের হামলাকারীদের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, কারা এই মুখোশধারী হামলাবাজ, তার তদন্ত চাই।