live updates: শিবসেনা-কংগ্রেস-এনসিপি বৈঠক শেষ, মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে, ঘোষণা পওয়ারের

সূত্রের খবর, বৈঠকে তিনদলই সহমত হয়েছে যে, পুরো ৫ বছর মুখ্যমন্ত্রী পদ শিবসেনার হাতেই থাকবে। এনসিপি, কংগ্রেস উপমুখ্যমন্ত্রী পদ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারে। আগামীকাল ফের তিন দল বৈঠকে বসবে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Nov 2019 07:26 PM

প্রেক্ষাপট

মুম্বই: অবশেষে মহারাষ্ট্রে সরকার গঠনের লক্ষ্যে ঐকমত্য হল কংগ্রেস, শিবসেনা, এনসিপির। শুক্রবার বিকালে তিন দলের রাজ্য নেতাদের ম্যারাথন বৈঠক শেষে এনসিপি সভাপতি শরদ পওয়ার ঘোষণা করলেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। তিন দলের জোটের মুখ্যমন্ত্রী পদে উদ্ধবের ব্যাপারে সর্বসম্মতি হয়েছে বলে জানান পওয়ার। আগামীকাল তিনদিন যৌথ সাংবাদিক বৈঠক করবে বলে জানা গিয়েছে। আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্তে মহারাষ্ট্রে মাসখানেকের রাজনৈতিক টানাপড়েনের অবসান হতে চলেছে। এদিনের বৈঠকে তিন দলের মধ্যে ন্যূনতম অভিন্ন কর্মসূচি ও ক্ষমতা বন্টন সূত্র চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে তিনদলই সহমত হয়েছে যে, পুরো ৫ বছর মুখ্যমন্ত্রী পদ শিবসেনার হাতেই থাকবে। এনসিপি, কংগ্রেস উপমুখ্যমন্ত্রী পদ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারে। আগামীকাল ফের তিন দল বৈঠকে বসবে।
রবিবার বা সোমবার তারা আনুষ্ঠানিক ভাবে সরকার গড়ার দাবি পেশ করতে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.