LIVE সিএএ প্রতিবাদ: উস্কানিমূলক বক্তব্যের জন্য সনিয়া, প্রিয়ঙ্কা, আসাদউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের আলিগড় আদালতে

গত সপ্তাহে মেরঠে সিএএ-র প্রতিবাদে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Dec 2019 06:36 PM

প্রেক্ষাপট

মেরঠ: হিংসা-কবলিত মেরঠে যাওয়ার পথে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে আটকাল উত্তরপ্রদেশ পুলিশ। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ আন্দোলনে পথে নেমে মেরঠে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে দেখা...More

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের উত্তেজনা দিল্লিতে। মান্ডি হাউসের সামনে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অধিকাংশই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। অশান্তির আশঙ্কায় মান্ডি হাউস এলাকায় জারি ১৪৪ ধারা।মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র‍্যাফ।