অগ্নিগর্ভ অসমে নামল পাঁচ কলাম সেনা, ত্রিপুরায় মোতায়েন অসম রাইফেলসের ৩টি কলাম

নতুন কমিশনার হয়েছেন মুন্না প্রসাদ গুপ্তা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Dec 2019 07:20 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: অসমের অগ্নিগর্ভ পরিস্থিতি সামলাতে সেখানে নামানো হল ৫ কলাম সেনা। ত্রিপুরায় মোতায়েন অসম রাইফেলসের তিন কলাম। এক-একটি কলামে প্রায় ৭০ জন জওয়ান এবং ১-২ জন অফিসার থাকেন। অসমের গুয়াহাটি ও ডিব্রুগড়ে জারি কার্ফু।
গতকাল থেকেই এই দুই জায়গার আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়। এর পাশাপাশি, বুধবার সন্ধে ৭টা থেকে আগামী ২৪-ঘ্ণ্টার জন্য মোবাইল পরিষেবা স্থগিত রাখা হয়েছে লখিমপুর, তিনসুকিয়া, ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও, শিবসাগর, জোরহাট, গোলাঘাট, কামরুপ(শহর) ও কামরুপ(জেলা)।
প্রসঙ্গত, সোমবার রাতে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়া ইস্তক অগ্নিগর্ভ উত্তর-পূর্বাঞ্চল। অসমের বিভিন্ন জায়গায় গতকাল দফায় দফায় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ। বিক্ষোভকারীদের হঠাতে রবার বুলেট ও লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। গুয়াহাটিতে বিক্ষোভকারীরা সচিবালয় অভিযান করে। তাঁদের পুলিশ বাধা দিলে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। সকালে গুয়াহাটির খানাপাড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ কলেজ পড়ুয়ারা। পড়ুয়াদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে ৩৭ নং জাতীয় সড়ক। এলাকায় মোতায়েন করা হয় বিএসএফ ও র‌্যাফ। ডিব্রুগড়ে বিক্ষোভকারী ও পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। এখানেও লাঠিচার্জ করে পুলিশ। বিলের প্রতিবাদে ত্রিপুরাতেও চলছে বিক্ষোভ ও মিছিল।
গতকাল গুয়াহাটি বিমানবন্দরে আটকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। যদিও, তিনি কোনওমনে শহরের মধ্যে দিয়েই নিজ বাসভবনে পৌঁছন। নাগরিকত্ব সংশোধনী বিল অনুযায়ী, মুসলিম বাদে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের থেকে আগত ৬টি ধর্মাবলম্বী শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। বিলের প্রতিবাদ করে বিক্ষোভকারীদের দাবি, এর ফলে শরণার্থীদের জন্য এখানকার আদি বাসিন্দাদের কর্মসংস্থান হ্রাস পাবে। ফলে, তাঁদের জীবিকা বিপন্ন হবে।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.