নয়াদিল্লি: বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal), অর্জুন রামপাল (Arjun Rampal), নোরা ফতেহি (Nora Fatehi) ও এমি জ্যাকসন (Amy Jackson) অভিনীত 'ক্র্যাক' ('Crakk' Review) অ্যাকশনে ভরপুর নতুন সিনেমা। এই ছবিটি ঠিকঠাক, কিন্তু খুব বেশি প্রত্যাশা না রাখাই ভাল। তবে যদি আপনি অ্যাকশন ফিল্মসের ভক্ত হন এবং স্ক্যুইড গেমসের মতো গেমিং পছন্দ করেন তাহলে এই ছবি একেবারেই আপনার জন্য। বিদ্যুতের একার অ্যাকশন দৃশ্যই ছবিতে প্রাণ ঢালার জন্য যথেষ্ট। অর্জুন রামপাল ও বিদ্যুৎ জামওয়ালের মধ্যে ফাইট সিক্যুয়েন্স (Fight Sequence) ছবিতে প্রাণের সঞ্চার করে, এবং সাফল্যের সঙ্গে। তবে, যদি আপনি টিকিট কেনার কথা ভাবেন, তাহলে দু'বার চিন্তা করবেন, কারণ সিনেমায় বিশেষ সাংঘাতিক কিছুই নেই।
ছবির প্লট
এই ছবির গল্প দুই ভাইকে কেন্দ্র করে আবর্তিত হয় যাদের বিপদের প্রতি প্রবল আগ্রহ আছে। বিদ্যুৎ ও তাঁর ভাই, ভার্চুয়াল গেমিং দুনিয়া 'ময়দান'-এর অংশ হতে চায়, যেখানে তাদের জীবনের ঝুঁকিও রয়েছে। তবুও, এই গেমে দাদার মৃত্যুর পর, ভাই সিধু (বিদ্যুৎ জামওয়াল) 'ময়দান'-এ নিজেকে প্রমাণ করতে উদ্যত হয়। দাদা অপূর্ণ স্বপ্ন পূরণ করাই উদ্দেশ্য। 'ময়দান'-এর পুরো গেমিং নিয়ন্ত্রণ করে দেব (অর্জুন রামপাল)। প্যাট্রিশিয়া নোভ্যাক (এমি জ্যাকসন) একজন পুলিশ অফিসার যে দেবের গোপন পরিকল্পনা জানে, এবং সিধু এই দু'জনের মধ্যে ফেঁসে যায়, তাঁর দাদার মৃত্যুর নেপথ্যের কারণ জানতে সে বদ্ধপরিকর। পরে, সিধু এই গেমে অংশ নেওয়ার সুযোগ পায়, কিন্তু সে তার দাদার মৃত্যুর কারণ খোঁজা ও প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে স্থির থাকে। এরই মধ্যে 'ময়দান'-এর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলিয়া (নোরা ফতেহি) সিধুর প্রেমে পড়ে এবং নিজের ভালবাসার প্রমাণ করতে গিয়ে দেবকে ছেড়ে আসে এবং সিধুর পাশে থাকার সিদ্ধান্ত নেয়। তিন রাউন্ড রেসের পর, দেব ও সিধুর মধ্যে দারুণ একটি ফাইটিং সিক্যুয়েন্স আছে যা সকলের মন জয় করে নেয়।
ছবিটি মন্দ নয়, তবে বিশেষ প্রত্যাশা না রাখাই ভাল, তবে এই ফিল্মটি বিদ্যুতের অনুরাগীদের জন্য খুব আশাপ্রদ হতে পারে, কারণ যখন বিদ্যুৎ ও অর্জুন 'শার্টলেস' হয়ে পর্দায় আসেন, প্রেক্ষাগৃহের মহিলা মহল উচ্ছ্বসিত হয়ে ওঠে। তবে পুরুষেরা যদি নোরা ফতেহির টানে যান, তাহলে 'হায় গরমি' অনুভূতি নাও আসতে পারে।
অভিনয়
বিদ্যুৎ এই ছবির প্রাণ। তাঁর থেকে যেমন অ্যাকশন আশা করা হয় পর্দায় তা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নোরার পর্দায় উপস্থিতি খুবই সীমিত সময়ের জন্য, এবং তাঁর এক্সপ্রেশন বা অভিব্যক্তি গোটা সময়টা জুড়েই এক থাকে। অন্যদিকে, এমি জ্যাকসনের অভিনয় খুব ভাল না লাগলেও তাঁর অ্যাকশন দৃশ্য দারুণ। অর্জুন রামপালের অভিনয় কোথাও গিয়ে যেন খানিক ঢাকা পড়েছে বিদ্যুতের শিল্পে কিন্তু শেষ পর্যন্ত নিজের চরিত্র খুব ভাল করে পালন করেছেন তিনি।
আরও পড়ুন: 'Bhakshak' Review: ভূমি পেডনেকরের দক্ষ অভিনয়, 'ভক্ষক' দর্শককে নাড়িয়ে দেয়, ভাবতে বাধ্য করে!
পরিচালনা
আদিত্য দত্ত এই ছবির পরিচালনা করেছেন, এবং 'ক্র্যাক'-এর মতো সিনেমার জন্য বিদ্যুৎ ও বাকি কাস্টিংও খুব ভাল সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্ত একজন ভাল পরিচালকই নিতে পারেন। এই ছবিতে কিছু অতিরিক্ত অপ্রয়োজনীয় অ্যাকশন দৃশ্য আছে, কিন্তু তাও, একজন অ্যাকশন প্রেমী যে যে ধরনের অ্যাকশন দেখতে চায়, সবটাই এনেছেন আদিত্য।
সবমিলিয়ে বলা চলে, এই ছবিটি একবার অন্তত দেখা উচিত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।