মুম্বই: ২০২৩ সালের অন্যতম চর্চিত ও বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ও বিপুল অম্রুতলাল শাহ (Vipul Amrutlal Shah) প্রযোজিত এই ছবি নিয়ে প্রচুর চর্চা হয়। দর্শকের একাংশ এই ছবির পাশে দাঁড়ান, একদল বিরোধিতা করেন এর বিষয় নিয়ে। তৈরি হয় রাজনৈতিক বিতর্কও। শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, মুম্বইয়ে আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'য় (Ideas Of India) এসে বিপুল শাহ জানালেন এই ছবি তৈরির জন্য কী কী সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে, প্রযোজক (producer) হিসেবে।


Ideas Of India-এ হাজির প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ


২০২৩ সালে মুক্তি পায় 'দ্য কেরালা স্টোরি'। ছবির দৃশ্যায়ণ ও বিষয় নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। বিপুল চর্চা হলেও বক্স অফিসে ব্যবসাও করে দারুণ এই ছবি। এদিন Ideas of India-র মঞ্চে আসেন প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। তাঁর সঙ্গে প্যানেলে উপস্থিত ছিলেন পরিচালক লীনা যাদব ও পরিচালক মধুর ভণ্ডারকরও। এদিন আলোচনায় ওঠে বিতর্কিত ছবি ও 'দ্য কেরালা স্টোরি' প্রসঙ্গ। 


প্রসঙ্গ ওঠে, বলিউডে কোনও ছবি নিয়ে সমালোচনা বা বিতর্ক তৈরি হলে সেই ছবি সহজেই 'ফান্ড' পায়। এর বিরোধিতা করে প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ বলেন, 'যখন আমি 'দ্য কেরালা স্টোরি' বানাতে চেয়েছিলাম তখন কেউ আমার পার্টনার হতে চাননি। তার আগে আমি যত ছবি বানিয়েছি সর্বক্ষেত্রে আমার সঙ্গে কেউ না কেউ স্টুডিও পার্টনার থাকতেন, প্রথম ছবি থেকেই। 'দ্য কেরালা স্টোরি'তে কেউ টাকা ঢালতে চাননি এবং আমার অফিস বন্ধক রাখতে হয়। কারণ আমি ওই গল্পে বিশ্বাস রেখেছিলাম। ওই মহিলাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগছিল। তখন আমি জানতাম না আমার সিনেমার ভবিষ্যৎ কী হবে। আমার ছবির কোনও অগ্রিম টিকিট বিক্রি হয়নি, এমনও নয় যে ছবির ডিজিট্যাল স্বত্ত্ব বিক্রি হয়ে গিয়েছিল, আর ভবিষ্যৎ সুরক্ষিত ছিল। এরপর ডিস্ট্রিবিউশনের সময়েও কেউ সহযোগিতা করতে চাননি। সেই কারণে নিজেই নিজের ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিই, যেটা এমনি আমি কখনও করি না।' তাঁর কথায় এমন কোন ছবি আছে যা বিতর্কের কারণে ফান্ড পেয়েছে তাঁর জানা নেই, কারণ তিনি আগামী ছবি 'বাস্তার'-এর জন্যও টাকা পাননি। বিপুল শাহর কথায়, 'আমরা এই ছবিও নিজেদের দমেই তৈরি করেছি'।


 



আরও পড়ুন: Shamita Shetty: '৫০ বছর বয়সেও অবিবাহিত?', ট্রোলারকে কড়া জবাব শমিতার, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা


আলোচনায় কোন ধরনের ছবি দর্শক বেশি পছন্দ করেন সেই প্রসঙ্গও ওঠে। প্রযোজকের স্পষ্ট কথা, যে ছবির মধ্যে সত্য নেই বা নির্মাতাদের দৃঢ় বিশ্বাস নেই, আস্থা নেই, সেই ছবি কখনওই বক্স অফিসে ভাল ফল করে না বা দর্শকের মন জয় করে না। প্রসঙ্গত, আদাহ্ শর্মা অভিনীত 'দ্য কেরালা স্টোরি'র বিতর্ক এমন পর্যায় পৌঁছয় যে পশ্চিমবঙ্গেও এই ছবি রাজ্য সরকারের তরফে নিষিদ্ধ ঘোষণা করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।