নয়াদিল্লি: অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee), এমন রাজনীতিক যাঁর বিরোধীরাও তাঁর অনুরাগী ছিলেন... তাঁর চরিত্রে অভিনয় করা নিজের কেরিয়ারকে রিস্কে ফেলার মতো সিদ্ধান্ত হতে পারত, কিন্তু 'ম্যায় অটল হুঁ' ('Main Atal Hoon' Review) ছবিতে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) এই চরিত্রে অভিনয় করেছেন এবং সম্পূর্ণ আবেগ দিয়ে সম্পন্ন করেছেন। ট্রেলার দেখে মনে হতে পারে যে তাঁকে পঙ্কজ ত্রিপাঠী বেশি মনে হচ্ছে কিন্তু ফিল্ম দেখার পর মনে হবে যে না, তাঁকে অটল বিহারী বাজপেয়ীই বেশি মনে হচ্ছে। 


ছবির গল্প


এই ছবি অটল বিহারী বাজপেয়ীর জীবনের গল্প বলে। ছোটবেলা থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত গোটা সফর, তবে কেবল রাজনৈতিক সফর নয়, ব্যক্তিগত জীবনের গল্পও উঠে এসেছে এই ছবিতে। একজন মানুষ হিসেবে, একজন কবি হিসেবে, একজন বন্ধু হিসেবে, কেমন ছিলেন অটল বিহারী বাজপেয়ী? এই ছবি সেই গল্পই তুলে ধরে এবং খুব সুন্দর করে দেখায়। 


কেমন এই ছবি?


অটল বিহারী বাজপেয়ীর মতো রাজনীতিকের সম্পর্কে আজকের প্রজন্মের হয়তো বিশেষ জ্ঞান নেই, সেক্ষেত্রে এই ছবি তাঁদের জন্য নথির মতো। কিন্তু যাঁরা বাজপেয়ীকে নিয়ে পড়াশোনা করেছেন বা জেনেছেন তাঁরা এতে নতুন কিছু নাও পেতে পারেন। কিন্তু তা সত্ত্বেও এই ছবি দেখার মতো। এই ছবিতে বাজপেয়ীর গল্প অত্যন্ত সুন্দর করে দেখানো হয়েছে। ওঁর জীবনের একাধিক দিক তুলে ধরা হয়েছে। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে তাঁর গল্প সংক্ষিপ্তভাবে উপস্থাপনের ভাল চেষ্টা করা হয়েছে। কখনও সিনেমাটি দেখতে গিয়ে একঘেয়ে লাগবে না। কোথাও মনে হবে না বেশি টানা হয়েছে। এই ছবি দর্শকের মনোরঞ্জনও করে, তাঁকে আবেগঘনও করে। 


অভিনয়


বলাই বাহুল্য, পঙ্কজ ত্রিপাঠী এই ছবির প্রাণ। দুর্দান্ত তাঁর কাজ। অটল বিহারী বাজপেয়ীর মতো ব্যক্তির চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং। একটুও সমস্যা হলে ওঁর অনুরাগীরা ধেয়ে আসতেন। বাজপেয়ীর প্রত্যেকটি অঙ্গভঙ্গি খুব নিখুঁতভাবে অনুকরণ করেছেন পঙ্কজ ত্রিপাঠী। ওঁর কবিতা হোক বা ওঁর ভাষণ। একটি ছোট মেয়ে তাঁকে লাঞ্চের জন্য ডাকলে প্রথমে তাকে না বলে ফের হ্যাঁ বলার যে দৃশ্য, তা দারুণ। পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও পীযুষ মিশ্রও দারুণ কাজ করেছেন। তিনি অটল বিহারী বাজপেয়ীর বাবার চরিত্রে অভিনয় করেছেন। সাপোর্টিং কাস্টও খুব ভাল।


পরিচালনা


রবি যাদবের পরিচালনা বেশ ভালই। ছবিটি টানটান করার সমস্ত চেষ্টা তিনি করেছেন এবং তাতে তিনি সফলও হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে যেভাবে তিনি পরিবেশন করেছেন তাতে সেগুলি কোথাওই একঘেয়ে লাগেনি, বরং তা বেশ মন ছুয়ে যায়। 


আরও পড়ুন: Anupam Kher: উদ্বোধনের পরদিনই সাধারণ ভক্তদের স্রোতে মিশলেন, 'বিশেষ পোশাকে'ও অনুপমকে চিনে ফেললেন রামমন্দিরের দর্শনার্থী!


সঙ্গীত


'ম্যায় অটল হুঁ' ছবির সঙ্গীত বেশ ভালই। সিনেমার আমেজের সঙ্গে ভালই মানানসই মিউজিক।


খামতি


যাঁরা অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে ইতিমধ্যেই জানেন তাঁদের মনে হবে যে ছবির সমস্ত তথ্যই তাঁদের জানা ছিল। যদিও এত বড় ব্যক্তিত্বকে একটি ফিল্মে আঁটানো মুশকিল, কিন্তু এই চেষ্টা ভালই। মোদ্দা কথা, এই ছবি দেখার মতো। পরিবারের সঙ্গে নিশ্চিন্তে দেখে ফেলতে পারেন 'ম্যায় অটল হুঁ'।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।