অমিত ভাটিয়া, মুম্বই :   কাজলের বহু প্রতীক্ষীত ছবি 'সেলাম ভেঙ্কি' (Salaam Venky)  মুক্তি পেল । এই ছবির হাত ধরেই অভিনেত্রী কাজল ও অভিনেত্রী-পরিচালক রেবতী (Revathy) প্রথমবার জুটি বাঁধা। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের আশা ছিল, অন্য ধরনের ছবি পেতে চলেছে দর্শক। 


জিন্দগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়া ...একজন মা কি তাঁর নিজের ছেলের জন্য ইচ্ছামৃত্যু দাবি করতে পারেন? এবং এর জন্য আদালতে যেতে পারেন? আপনি হয়ত ভাবছেন,  একজন মা কেন এমন করবেন? এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সালাম ভেঙ্কি দেখার পর। নাহ এই ছবি দেখে একটাও হাততালি বা শিস পড়বে না। তবে মনে থাকবে বিশেষ এই ভাবনা। 


গল্প - এই ছবির গল্পটি কোলাভেন্নু ভেঙ্কটেশ নামের একটি ছেলের গল্প, যার ডিএমডি অর্থাৎ ডুচেন মাসকুলার ডিস্ট্রোফি  ( Duchenne muscular dystrophy ) নামক একটি রোগ রয়েছে। এটি একটি বিরল রোগ যা বিশ্বের খুব কম লোকেরই হয় ।  এর কোনও নিরাময় নেই। রোগীর মৃত্যু নিশ্চিত এবং তাকে অনেক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। ভেঙ্কি চায় তার অঙ্গ দান করতে এবং এর জন্য সে স্বেচ্ছা মৃত্যু বা Euthanasia র  আশ্রয় নিতে চায়।


প্রথমে তার মা রাজি হননি কিন্তু পরে  মা ছেলের জেদ মেনে নেন। কিন্তু এটা বেআইনি। এখন একজন মা কীভাবে আইন বদলানোর জন্য লড়াই করেন.। এটাই এই সিনেমার গল্প । এই ছবির গল্পটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা। ২০০৪  সালে এই রোগে ভেঙ্কটেশ নামে একটি ছেলের মৃত্যুর পর Euthanasia নিয়ে অনেক বিতর্ক হয়েছিল।


অভিনয় - একজন মায়ের চরিত্রে কাজল চমৎকার কাজ করেছেন। একজন মা কীভাবে তার নিজের ছেলের জন্য মৃত্যু দাবি করেন, এই চরিত্রটির মাধ্যমে কাজল সেটা খুব ভালোভাবে দেখিয়েছেন। আমরা কাজলকে টম বয় থেকে রোম্যান্টিক নায়িকা থেকে অন্ধ মেয়ের চরিত্রে দেখেছি।   কিন্তু এখানে একদম ভিন্ন কাজলকে দেখা  গিয়েছে। তাঁর অভিন আপনার মন জয় করতে বাধ্যে। 


ভেঙ্কির চরিত্রে বিশাল জেঠওয়ার অভিনয় অসাধারণ। তাঁর অভিনয় আপনাকে কাঁদাবে , হাসাবে। রাজীব খান্ডেলওয়াল একজন ডাক্তারের চরিত্রে রয়েছেন। তিনিও অনবদ্য। অহনা কুমরা একজন সাংবাদিকের ভূমিকায় দাগ কেটেছেন।  উকিলের ভূমিকায় রাহুল বোসের কাজও দর্শকের ভাল লাগবে। প্রকাশ রাজও একজন বিচারকের ভূমিকায় মন ছুঁয়েছেন। 



পরিচালনা - ছবিটি পরিচালনা করেছেন রেবতী এবং তার পরিচালনা অসাধারণ। রেবতী যেভাবে মায়ের আবেগকে  প্রতিটি সংলাপে বুনেছেন, তা অনবদ্য। ছবিটি আপনাকে আবেগপ্রবণ করে তুলবেই। 


ছবিটির মিউজিক খুব ভালো এবং গল্পের গতি খুব সাবলীল। মিঠুনের কাজ দর্শকের ভাল লাগবে। 


এটি কোনও মচমুচে ছবি নয়। ভাল ছবি হিসেবে মনে থেকে যাবে সেলাম ভেঙ্কি'। 


রেটিং - 5 এর মধ্যে 4 স্টার